বন্যা দুর্গতদের পাশে প্রধানমন্ত্রী, ছবি ট্যুইটার

দিল্লি, ৪ অগাস্ট: পশ্চিমবঙ্গের (West Bengal) বন্যা (Flood) দুর্গত পরিবারগুলির পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্যার জেরে মৃতদের পরিবারকে ২ লক্ষ ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয় প্রধানমন্ত্রীর দফতরের তরফে। অন্যদিকে আহতদের পরিবারকে ৫০ হাজার দিয়ে সাহায্য করা হবে বলে জানায় প্রধানমন্ত্রীর (PMO) দফতর।

 

ডিভিসি, তেনুঘাট এবং পাঞ্চেত এই তিনটি বাধ থেকে অতিরিক্তি জল ছাড়া হচ্ছে। যার জেরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। এই তিনটি বাধ থেকে যাতে জল ছাড়া না হয়, তার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীকে (PM Modi) চিঠি পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি রাজ্যের সেচ দফতরের তরফেও ডিভিসিকে চিঠি পাঠানো হয়। এরপরই রাজ্যের বন্যা কবলিত এলাকার মানুষের সাহায্যে হাত বাড়ায় প্রধানমন্ত্রীর দফতর।

আরও পড়ুন:  West Bengal: বন্যা পরিস্থিতি জটিল, অতিরিক্ত জল ছাড়া বন্ধ করুক ডিভিসি, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গের পাশাপাশি মধ্যপ্রদেশের বন্যা কবলিত এলাকার মানুষের সাহায্যেও হাত বাড়ানো হয় প্রধানমন্ত্রীর দফতরের তরফে। মধ্যপ্রদেশে বন্যায় মৃত ও আহতদের পরিবারকে ক্রমাগত ২ লক্ষ এবং ৫০ হাজার করে সাহায্য করা হবে বলে জানায় প্রধানমন্ত্রীর দফতর।