কলকাতা, ২০ সেপ্টেম্বর: জলে ভাসছে হাওড়া, হুগলী, মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল। হাওড়া, হুগলী, মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল যখন জলে ভাসছে, সেই সময় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঝাড়খণ্ডে (Jharkhand) অতি বৃষ্টির (Rain) জেরে পাঞ্চেতের জল ডিভিসি (DVC) ছাড়ছে। ফলে বাংলা প্লাবিত (Flood) হচ্ছেন। বিষয়টিকে 'ম্যান মেড বন্যা' বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোাধ্যায়। প্রত্যেক বছর বাংলাকে এই বঞ্চনা সহ্য করতে হয় বলেও মন্তব্য করেন মুখ্য়মন্ত্রী। এভাবে চলতে থাকলে ডিভিসির সঙ্গে সম্পর্ক রাখবেন না বলেও মন্তব্য করতে শোনা যায় বাংলার মুখ্যমন্ত্রীকে।
আরও পড়ুন: West Bengal Flood: 'প্রত্যেক বছর বাংলাকে লড়তে হয়', বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগে মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রেক্ষিতে এবার মুখ খোলা হয় কেন্দ্রের তরফে। PIB-র তরফে এ বিষয়ে ট্যুইট করা হয়। ট্যুইটে জানানো হয়, দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি সমস্ত রিলিজের পরামর্শ দেয় এবং সেখানে সরকারের প্রতিনিধি রয়েছেন। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং কেন্দ্রীয় জল কমিশনের প্রতিনিধি ডিভিসিতে থাকেন। ফলে জল ছাড়ার সব প্রতিনিধিদের জানিয়ে সমস্ত নিয়ম অনুসরণ করা হয় ডিভিসির তরফে।
ডিভিসির জল ছাড়া নিয়ে পিআইবি-র ট্যুইটে কী জানানো হল দেখুন...
Damodar Valley Reservoir Regulation Committee (DVRRC) advises all releases and has representatives from Govt. of West Bengal, Govt. of Jharkhand, Central Water Commission (Member Secretary) and from DVC.
Protocols regarding prior intimation to all concerned authorities regarding…
— PIB India (@PIB_India) September 19, 2024