Cooch Behar Medical College & Hospital Fire: কোচবিহারের মেডিক্যাল কলেজ হাসপাতালে বিধ্বংসী আগুন। কোচবিহারের এই হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড বিভাগে ভয়াবহ আগুন নেভানোর কাজে নেমেছে দমকল বাহিনী। বৃহস্পতিবার সকাল ৯.২০মিনিট নাগাদ হাসপাতাল ভবনের তিনতলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তখনই রোগী ও তাঁর আত্মীয়দের মধ্যে শুরু হয়ে যায় হুড়োহুড়ি। আগুন কিছুটা ছড়িয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ঘটনাস্থলে এই মুহূর্তের তিনটি ইঞ্জিন। শিশু ও মায়েদের হাসপাতালের অন্যস্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। যদিও দমকল যাওয়ার পর আগুন নিয়ন্ত্রণ আসছে বলে খবর। এলাকায় আতঙ্ক, রোগীর পরিবারের হাহাকার। আরও পড়ুন- অনুব্রত মণ্ডলের জেলায় তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, ঘরে থাকা মজুত বোমা নাকি বাইরে থেকে ছোঁড়া? চলছে তদন্ত
West Bengal: Fire breaks out at Mother & Child Care Unit of the Government Medical College & Hospital, in Cooch Behar. Three fire tenders present at the spot. More details awaited. pic.twitter.com/LSMd6lStJ3
— ANI (@ANI) August 29, 2019
আগুন ছড়ানোর ভয়ে হাসপাতাল চত্বরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। দমকলের তিনটি ইঞ্জিন এখন আগুন নেভানোর কাজ করছে। তবে কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।