Fake Police Ankit Ghosh (Photo Credit: FB)

কলকাতা, ৪ জুলাই: গাইঘাটা থেকে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। ভুয়ো পুলিশ (Fake Police) সেজে দীর্ঘদিন ধরে এলাকায় দাপিয়ে বেড়াতেন এই যুবক। ভোটের ডিউটি হোক কিংবা ভোটের ফল বেরনোর কিংবা রথযাত্রায় বিশেষ কোনও কাজ, পুলিশ হিসেবেই পরিচিত ছিলেন অঙ্কিত ঘোষ (Ankit Ghosh) নামে ওই যুবক। উর্দি পরে পনিজের এলাকায় বিভিন্ন কাজ যেমন অঙ্কিত করতেন, তেমনি তাঁর চাকচিক্য দেখেও কারও বোঝার উপায় ছিল না যে তিনি আদতে পুলিশ নন। এবার সেই অঙ্কিত ঘোষ নামের যুবককে হঠাৎ করেই জাল পেতে গ্রেফতার করা হল। পুলিশই গ্রেফতার করল ভুয়ো পুলিশ অফিসার অঙ্কিত ঘোষকে।

অঙ্কিতকে গ্রেফতারির পরই তাঁর সমস্ত কীর্তির পর্দা ফাঁস। অঙ্কিত কীভাবে প্রতিদিন বাড়ি থেকে পুলিশের পোশাক পরে বেরোতেন, সল্টলেকে যেতেন কার্ম সূত্রে ( তাঁর দাবি), তা সবাই দেখেছেন। অঙ্কিতের কুকীর্তি যখন ফাঁস হয়, সেই সময়ও ওই ঘটনা হু হু করে ভাইরাল হয়ে যায়। সেই সঙ্গে অঙ্কিতের সোশ্যাল হ্যান্ডেল ভরে উঠতে শুরু করে একাধিক মন্তব্যের জেরে। অঙ্কিত কীভাবে এই ধরনের কাজ করলেন, তা নিয়ে বহু প্রশ্ন উঠতে শুরু করে রাজ্য জুড়ে।

দেখুন সেই ভুয়ো পুলিশ অঙ্কিত ঘোষকে...

রথযাত্রায় অঙ্কিত কী পোস্ট করেন দেখুন...

অঙ্কিতের একের পর এক ছবি, ভিডিয়ো ভাইরাল হতে শুরু করেছে...

পাশাপাশি অঙ্কিত ঘোষের মত এমন আর কত নকল পুলিশ সেজে লোকজন ছড়িয়ে রয়েছেন গোটা রাজ্য জুড়ে, তার খোঁজ প্রশাসনের তরফে শুরু করা হয়েছে।