Mamata Banerjee. Photo Source: ANI/Twitter

কলকাতা, ১৮ মে: রাজ্যেও ৩১ মে পর্যন্ত লকডাউন (Lockdown 4.0) জারি রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তবে রাজ্যে নাইট কার্ফু (No Night Curfew) জারি হচ্ছে না, ৭ টার পর বেরোলে পুলিশ ব্যবস্থা নেবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। বুথ ভিত্তিক কন্টেনমেন্ট জোন তৈরি হবে। অর্থনৈতিক কর্মকান্ড চালু করতে ২১ মে থেকে খুলবে সব বড় বড় দোকান। মার্কেট খুলতে জোড়-বিজোড় পাস্ দেওয়ার সিদ্ধান্ত। অল্টারনেটিভ দিনে খুলবে দোকান। ২৭ মে থেকে ২ জন যাত্রী নিয়ে চলবে অটো (Auto)। খুলবে হকার্স মার্কেট (Hawkers Market), সামাজিক দূরত্ব মেনে চলবে বাস। খুলবে বিউটি পার্লার, সেলুনগুলিও। তবে সামাজিক দূরত্ব মানতে হবে।

সামাজিক দূরত্ব মেনে খুলবে হোটেলগুলিও। ৫০ শতাংশ কর্মী নিয়ে চলবে সরকারি অফিস। বড়সড় সিদ্ধান্ত নেওয়া হল কন্টেনমেন্ট জোনগুলিতে। তিনভাগে ভাগ করা হল কন্টেনমেন্ট জোন। A, B ও C, এ-অ্যাফেক্টেড জোন, বি-বাফার জোন ও সি-ক্লিন জোন। রাজ্যে সমস্ত জায়গায় উপরিউক্ত ব্যবস্থাগুলি নেওয়া হবে। তবে বাদ দেওয়া হবে কন্টেনমেন্ট জোনগুলিকে। মাস্ক ব্যবহারে অবশ্যিকতার কথাও ঘোষণা করলেন তিনি। আরও পড়ুন, ৩১ মে পর্যন্ত দেশে বাড়ল লকডাউনের মেয়াদ

গতকাল কেন্দ্র সরকারের ঘোষণা অনুযায়ী দেশজুড়ে ৩১ মে পর্যন্ত বাড়ায় লকডাউনের (Coronavirus lockdown) মেয়াদ। চতুর্থ দফায় আরও ১৪দিন বাড়ে লকডাউন। কেন্দ্রের পথেই চলল রাজ্য সরকার, তবে অনেক বিষয়ে ছাড় দেওয়া হল। যদিও ৩১ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা আগেই বাড়ানোর কথা জানিয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু ও কর্নাটক সরকার। বন্ধ থাকছে মেট্রো রেল, স্কুল-কলেজ, কোচিং সেন্টার, শপিং মল, জিম, সুইমিং পুল, পার্ক, থিয়েটার, অডিটোরিয়াম, সব ধর্মের উপাসনাস্থল, জমায়েত। দেশীয় ও আন্তর্জাতিক উড়ান বন্ধ থাকলেও দেশের মধ্যে চলবে এয়ার অ্যাম্বুল্যান্স।