কলকাতা, ৩১ জানুয়ারি: আজ হাওড়া ডুমুরজলায় (Dumurjola) বিজেপির যোগদান মেলায় (BJP Jogdan Rally) ভার্চুয়াল বক্তৃতায় অমিত শাহ (Amit Shah) দাবি করেন, আয়ুষ্মান ভারতের জন্য কেন্দ্রকে কোনও তথ্য দেননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুধু নামের কাগজ পাঠিয়েছে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দেননি। ফলে কেউ এই সুবিধা পাননি। বাংলার মানুষ আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত। অভিষেক ব্যানার্জিকে নাম না করে ভাইপোর কল্যাণের কথা ভাবছেন মমতা ব্যানার্জি, বলে নিশানা করেন। রাজীব বন্দোপাধ্যায় আজ সভায় দাবি করেন, দল বদলালে তাদের গদ্দার বলা হচ্ছে, এদিকে তৃণমূলে যোগদান করে তা উন্নয়নের স্বার্থে।
আয়ুষ্মান ভারত, রাজীব ব্যানার্জি, স্মৃতি ইরানি এবং অমিত শাহের প্রত্যেকটি বক্তব্যের পাল্টা জবাব দেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)। তিনি সংবাদমাধ্যমে জানান, আমরা জানতে চেয়েছিলাম ভারতবর্ষের নিরাপত্তা কী অবস্থায় রয়েছে। ভাইপো প্রসঙ্গে তিনি বলেছেন, আমি ওনাকে চ্যালেঞ্জ করেছি, আগে অমিত শাহ তা প্রমাণ করুক। আয়ুষ্মান ভারত বাজে প্রকল্প, আমরা আগেও বলেছি। ২ কোটি ৪০ লক্ষর বেশি লোক স্বাস্থ্যসাথীর সুবিধা পাবে, তা প্রত্যাখ্যান করে ওরা আয়ুষ্মান ভারতের স্কিম আনতে চায়, যা সমস্ত জনসংখ্যাকে কভার করে না। রাজীব বন্দোপাধ্যায় যখন মন্ত্রী হিসেবে ঘুরে বেরিয়েছেন, তখন এসব মনে ছিল না। ও একজন ফেকু। ওকে আমরা পাত্তা দিই না। উনি গদ্দার বটেই। দলে আমরা কাউকে ঘাড় ধরে যোগদান করাইনি। সকলে স্বইচ্ছায় করেছেন। দল ছেড়ে গেলে আমরা তা বলবই। স্মৃতি ইরানি অমিত শাহের হয়ে প্রক্সি দিতে এসেছেন। নেতাজির অনুষ্ঠানে নেতাজিকে ছোট করে বাংলার মানুষের মন জয় করতে পারবে না। আরও পড়ুন, 'ভোট আসতে আসতে একা হয়ে যাবেন, পাশে কেউ থাকবে না', ডুমুরজলা সভায় ভার্চুয়াল বক্তৃতায় মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অমিত শাহ
আজ হাওড়া ডুমুরজলায় বিজেপির যোগদান মেলায় উপস্থিত হন রাজীব বন্দোপাধ্যায়, প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তী, বৈশালী ডালমিয়া, রুদ্রনীল ঘোষ। রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। সভায় ভার্চুয়ালি যোগ দেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ বহু ব্লক স্তরের কর্মীদের বিজেপিতে যোগ দেয়। যোগ দেন বাণী সিংহ রায়।