বিগত কয়েকদিন ধরেই উত্তপ্ত জঙ্গিপুর (Jangipur) সহ মুর্শিদাাবাদের একাংশ। ওয়াকফ আইনের প্রতিবাদের নামে সাম্প্রদায়িক সংঘর্ষ বেধেছে বিভিন্ন এলাকায়। মুড়ি মুড়কির মতো বোমা, গুলি চলছে জঙ্গিপুর, ধুলিয়ান, সুতিতে। এই অবস্থায় পরিস্থিতি মোকাবিলা করতে পুলিশ বাহিনী নামলেও গতকাল পর্যন্ত কোনওভাবে প্রতিবাদীদের দমানো যায়নি। উল্টে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ আধিকারিক, কর্মীরা। তবে শনিবার থেকে পুলিশকে আরও কড়াভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নির্দেশ দিয়েছেন রাজ্য পুুলিশের ডিজি রাজীব কুমার।
এদিন সাংবাদিক বৈঠক করে তিনি স্পষ্ট বার্তা দেন. "পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এখন আমাদের প্রধান লক্ষ্য। গুন্ডাগিরি কোনওরকমভাবেই বরদাস্ত করা যাবে না। যাঁরা সন্ত্রাস ছড়াচ্ছে, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। সাধারণ মানুষকে বলব কোনওরকমের গুজবে যেন কান না দেয়। যাঁরা ব্যক্তিগত সম্পত্তি বা সরকারী সম্পত্তি নষ্ট করছে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে"।
দেখুন রাজীব কুমারের বার্তা
#WATCH | Kolkata: West Bengal DGP Rajeev Kumar says "An atmosphere of unrest has been seen in Jangipur since yesterday and communal disturbance has also been observed. Any kind of hooliganism will not be tolerated. We are dealing with the situation very strongly. It is our… pic.twitter.com/rM6995qyNq
— ANI (@ANI) April 12, 2025
সংবাদমাধ্যমের উদ্দেশ্যে বার্তা দেন রাজ্য পুলিশের ডিজি। তিনি বলেন, "এটা সময় নয় কার কত পয়েন্ট বাড়ছে সেই প্রতিযোগীতায় নামা। এখন পরিস্থিতি স্বাভাবিক হতে দিন। আজ সকালেই খবর ছড়ানো হল গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কিন্তু পরে জানা গেল তাঁর পায়ে গুলি লেগেছে। ফলে এই ধরনের গুজব ছড়ানো বন্ধ করতে হবে"।