Photo Credits: ANI

কলকাতা: আট জুলাই পঞ্চায়েত ভোটের দিন হাওড়া (Howrah) জেলার পাঁচলায় (Panchla) বিজেপির একজন মহিলা প্রার্থীকে (BJP candidate) হেনস্থা করার পাশাপাশি জামাকাপড় ছিঁড়ে দিয়ে তাঁকে নগ্ন করার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার এই বিষয়ে রাজ্য প্রশাসন ও শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মুজমদার ও সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গে মহিলারা সুরক্ষিত নয় বলেও অভিযোগ করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মণিপুরের ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে সরব হলেও পাঁচলার ঘটনা নিয়ে কেন মুখ খুলছেন না তাও জানতে চান। তাঁদের এই অভিযোগের কিছুক্ষণ বাদেই সাংবাদিক বৈঠক করে বিজেপির এই অভিযোগের কোনও প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি বলে দাবি করলেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি মনোজ মালব্য (West Bengal DGP M. Malaviya)।

এপ্রসঙ্গে তিনি বলেন, "গত ১৩ জুলাই হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের (Howrah Rural SP) কাছে মেলের মাধ্যমে একটি অভিযোগ (complaint) জানানো হয়। তাতে উল্লেখ করা হয়েছে যে হাওড়ার পাঁচলা এলাকায় গ্রামসভায় মনোনয়ন জমা দেওয়া বিজেপির একজন মহিলা প্রার্থীকে জোর করে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার (forcibly pulled out) পাশাপাশি জামাকাপড় ছিঁড়ে (clothes were torn) দিয়ে তাঁকে নগ্ন করে দেয় তৃণমূল কর্মীরা। এই অভিযোগ পাওয়ার পরেই পুলিশকে এই বিষয়ে একটি এফআইআর দায়ের করে ঘটনাটির তদন্ত করার নির্দেশ দেওয়া হয়। তদন্তে জানা যায়, এই ধরনের ঘটনা ঘটেছে বলে যে অভিযোগ উঠেছে তার কোনও প্রমাণ (evidence) নেই। ওই বুথে কর্তব্যরত থাকা রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কাছ থেকেও এই ধরনের ঘটনা ঘটার বিষয়ে কোনও রিপোর্ট জমা পড়েনি। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে তদন্ত চলছে।" আরও পড়ুন: Locket Chatterjee Breaks Down: হাওড়ায় তৃণমূল কর্মীদের হাতে বিজেপি প্রার্থীর যৌন হেনস্থার কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন লকেট, ভিডিয়োতে শুনুন তাঁর অভিযোগ

দেখুন ভিডিয়ো: