পশ্চিমবঙ্গ সরকার ‘রাজ্য দিবস’ হিসাবে ইতিমধ্যে ১ বৈশাখকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু তারপরেও বিজেপির তরফে ২০ জুন তারিখকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করা হয়।আজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গ দিবসে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ করে শ্রী মজুমদার বলেন,'শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দূরদৃষ্টি,সাহস ও আত্মবলে বাংলার হিন্দু সমাজ একটি স্বতন্ত্র ভূখণ্ড পেয়েছিল। হিন্দু হোম ল্যান্ড হিসেবে পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত করার চক্রান্ত রুখে দিয়েছিলেন। তাই আজকের দিনটি শুধুমাত্র স্মরণীয় নয়, প্রতিটি বাঙালি হিন্দুর কাছে এক গৌরবময় পুনর্জন্মের দিন।
On Paschimbanga Dibas, paid homage at the ancestral home of Bharat Kesari Dr. Syama Prasad Mookerjee in Bhawanipur — the architect of West Bengal, the sacred homeland of Bengali Hindus. Offered floral tributes at his statue with deep reverence. #PaschimbangaDibas pic.twitter.com/QSRdrCPsja
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) June 20, 2025
এদিকে পশ্চিমবঙ্গ দিবস পালন উপলক্ষে আজ দুপুরে দক্ষিণ কলকাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান বিজেপি রাজ্য সভাপতি। এরপর বাইক নিয়ে তিরঙ্গা যাত্রা করে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িতে গিয়ে নেতাজি মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। তবে বাইক যাত্রার সময় পুলিশ বাধা দিলে বিজেপি কর্মীরা সেই বাধা উপেক্ষা করে নেতাজি ভবনের দিকে এগিয়ে যান। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,বিজেপির দলীয় পতাকায় আপত্তি থাকলে তারা শুধুমাত্র জাতীয় পতাকা নিয়ে তিরঙ্গা যাত্রা করবেন বলে পুলিশকে জানিয়েছিলেন। তা সত্ত্বেও পুলিশ বাধা দিলে তারা সেই বাধা উপেক্ষা করে বাইকযাত্রা করেন। রাজ্য সভাপতি অভিযোগ করেন,পুলিশ তাদের বেশ কয়েকজন কর্মীকে গ্রেফতার করেছে এবং বহু বাইকের চাবি পাওয়া যাচ্ছে না। তিনি জানান,রাজ্যের শাসক দল এবং পুলিশ সব ক্ষেত্রে বিজেপি নেতাদের আটকাতে মহিলাদের এগিয়ে দিচ্ছে। বাইক যাত্রাতেও মহিলা পুলিশদের এগিয়ে দেওয়া হয়েছে এবং বহু কর্মীকে মহিলা পুলিশ আক্রমণ করেছে। রাজ্য সরকার পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালন করবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সে বিষয়ে শ্রী মজুমদার জানান,মুখ্যমন্ত্রী তা করতেই পারেন। তবে পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালনের ঐতিহাসিক পটভূমিকা মুখ্যমন্ত্রীকে ব্যাখ্যা করতে হবে।
On Paschimbanga Dibas, led a bike rally from Bharat Keshari Dr. Syama Prasad Mookerjee’s ancestral home to Netaji’s residence.
As expected, @KolkataPolice —acting on failed Chief Minister Mamata Banerjee’s orders—shamelessly tried to block this tribute rally!
Yet we reached… pic.twitter.com/UoocgfJTad
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) June 20, 2025