Mamata Banerjee (Photo Credit: Facebook)

কলকাতা, ১৭ মার্চ:  এবার উচ্চ মাধ্য়মিক পরীক্ষার সময়সূচিতে বদল করল রাজ্য সরকার।  উপনির্বাচনের জন্য এবার ফের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে বদল আনা হল। এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান,   ৬ এপ্রিল থেকে ১৫ এপ্রিলের মধ্যে উপনির্বাচনের মধ্যে কোনও পরীক্ষা হবে না।  ফলে ২৫ এপ্রিলের পরিবর্তে ২৬ এপ্রিল শেষ হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উচ্চ মাধ্যমিকের পাশাপাশি জয়েন্ট এন্ট্রান্সের দিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।  এবার ৩০ এপ্রিল থেকে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

উচ্চমাধ্যমিক সময়সূচি নিয়ে মুখ্যমন্ত্রী জানান, ২ এপ্রিল (ফার্স্ট ল্যাঙ্গোয়েজ), ৪ এপ্রিল (সেকেন্ড ল্যাঙ্গোয়েজ) ৫ এপ্রিল (ভোকেশনাল সাবজেক্ট), ১৬ এপ্রিল (ম্যাথামেটিক্স গ্রুপ), ১৮ এপ্রিল (ইকোনমিকস  গ্রুপ), ১৯ এপ্রিল (কম্পিউটার সায়েন্স গ্রুপ), ২০ এপ্রিল (কমার্শিয়াল ল গ্রুপ), ২১ এপ্রিল  (জেইই মেন), ২২ এপ্রিল (ফিজিক্স গ্রুপ), ২৩ এপ্রিল (স্ট্যাটিটিক্স গ্রুপ), ২৪ এবং ২৫ এপ্রিল (জয়েন্ট মেইন), ২৬ এপ্রিল (কেমিস্ট্রি গ্রুপ), ২৭ এপ্রিল (বায়োলজিক্যাল সায়েন্স গ্রুপ), ৩০ এপ্রিল (রাজ্যের জয়েন্ট) পরীক্ষা হবে।