কলকাতা, ২ জুলাই: রাজ্যে আরও নিম্নমুখী করোনা সংক্রমণের (COVID-19) সংখ্যা। স্বস্তি দিয়ে কমল করোনায় মৃত্যুসংখ্যাও (Death Cases)। রাজ্য স্বাস্থ্য দফতরের খবর অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ১,৪২২ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লক্ষ ২ হাজার ৭০৬ জন। মারণ ভাইরাসের বলি ২৩। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে মৃতের সংখ্যা ১৭ হাজার ৭৫৮। সক্রিয় রোগী সংখ্যা ১৯ হাজার ৭২৯ জন।
আক্রান্তের নিরিখে ফের ঊর্ধ্বমুখী উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্তের সংখ্যা ১৫৮ জন। দার্জিলিংয়ে করোনায় আক্রান্তের সংখ্যা ২৪ ঘণ্টায় ১৫১ জন। দক্ষিণ ২৪ পরগনায় সংক্রমিত ৮৯। শুক্রবার, দৈনিক সংক্ৰমণ ১,৫০০-র নীচে নামায় খানিক স্বস্তি বাংলায়। যদিও, আগামী ১৫ জুলাই পর্যন্ত রাজ্যে বিধি নিষেধ করি থাকবে। আরও পড়ুন, দেশের ৬ রাজ্যে বাড়ছে সংক্রমণ, কোভিড কন্ট্রোল টিম পাঠাচ্ছে কেন্দ্র
এদিকে, দেশে সারাদিনে করোনার বলি ৮৫৩ জন৷ ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রামিত ৪৬ হাজার ৬১৭ জন৷ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫৯ হাজার ৬৮৪ জন৷ সবমিলিয়ে দেশে মোট কোভিড রোগীর সংখ্যা ৩ কোটি ৪ লাখ ৫৮ হাজার ২৫১৷ এখনও পর্যন্ত করোনাকে জয় করেছেন ২ কোটি ৯৫ লাখ ৪৮ হাজার ৩০২ জন৷ এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ৫ লাখ ৯ হাজার ৬৩৭টি৷ করোনার টিকা পেয়েছেন ৩৪ কোটি ৭৬ হাজার ২৩২ জন৷