কলকাতা, ৯ জুলাই: রাজ্যের করোনা সংক্ৰমণ (West Bengal COVID-19 Cases) প্রায় একই জায়গায় দাঁড়িয়ে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৯৯০ জন। সুস্থ হয়ে ফিরেছেন ১,৪২৪। সক্রিয় সংক্রমণের সংখ্যা ১৫,৬৯০। মারণ ভাইরাসের বলি ১৯ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭,৮৮৬ জন।
এদিকে, দেশে বেড়েছে মৃতের সংখ্যা (Death Cases)। বৃহস্পতিবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৩৯৩ জন৷ গতকাল হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৪ হাজার ৪৫৯ জন৷ ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৯১১ জন৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭ লাখ ৫২ হাজার ৯৫০৷
আরও পড়ুন, করোনাকালে চোখ রাঙাচ্ছে জিকা ভাইরাস, আতঙ্ক শুরু কেরালায়
করোনাকে জয় করেছেন ২ কোটি ৯৮ লাখ ৮৮ হাজার ২৮৪ জন৷ মহামারীতে মোট মৃত ৪ লাখ ৫ হাজার ৯৩৯ জন৷ এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ৪ লাখ ৫৮ হাজার ৭২৭টি৷ এতদিনে টিকা পেয়েছেন ৩৬ কোটি ৮৯ লাখ ৯১ হাজার ২২২টি৷
এদিকে করোনা, ডেল্টা ভেরিয়েন্ট, ব্ল্যাক ফাঙ্গাসের মধ্যে চোখ রাঙাচ্ছে জিকা ভাইরাস। কেরালার তিরুবন্তপুরমে ইতিমধ্যে জিকা ভাইরাসে আক্রান্ত ১৩ জন। একজন ২৪ বছর বয়সী অন্তঃসত্ত্বা মহিলা সর্বপ্রথম জিকায় আক্রান্ত হন। তিরুবন্তপুরমের একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। গত ২৮ জুন মাথাব্যথা, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন।