কলকাতা, ১৫ জুন: রাজ্যে করোনা (Coronavirus) সংক্রমণের সংখ্যা অব্যাহত। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০৭ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১,৪৯৪। মৃতের সংখ্যা ৪৮৫। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে নতুন করে মারা গেছেন ১০ জন। সরকারি বুলেটিন অনুযায়ী, এখও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫,৫১৫ জন।
রাজ্যে করোনা সংক্রমিতদের সুস্থতার হার ৪৭.৭৯ শতাংশ। যা ক্রমশ বাড়ছে বলেই জানিয়েছে স্বাস্থ্য দফতর। পাশাপাশি রাজ্যে বেড়েছে করোনা নমুনার পরীক্ষার সংখ্যা। ১৫ জুন পর্যন্ত মোট ৩ লক্ষ ৪৩ হাজার ২৪২ জনের করোনা টেস্ট হয়েছে। তাঁদের মধ্যে ৩.৫৬ শতাংশের রিপোর্ট পজেটিভ এসেছে। মোট ৪৫টি ল্যাবোরেটরিতে করোনা টেস্ট চলছে। আরও পড়ুন, কবে থেকে চালানো হবে লোকাল ট্রেন? চলছে সমীক্ষা
WB COVID-19 Daily Health Bulletin: 15th June, 2020.
A detailed snapshot of all relevant details on COVID-19 in WB. Keep checking.
পশ্চিমবঙ্গ কোভিড-১৯ দৈনিক স্বাস্থ্য বুলেটিন: ১৫ই জুন, ২০২০।
পশ্চিমবঙ্গের কোভিড-১৯ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে নজর রাখুন।#BengalFightsCorona pic.twitter.com/AN1XsRYq9k
— Department of Health & Family Welfare, West Bengal (@wbdhfw) June 15, 2020
অন্যদিকে, দেশে করোনাভাইরাসকে (Coronavirus) হারিয়ে সুস্থ হয়ে ওঠার হার ক্রমশ বাড়ছে। ১১ জুন সুস্থ হয়ে ওঠার হার ছিল ৪৯.২১ শতাংশ। ১২ জুন সুস্থ হয়ে ওঠার হার ছিল ৪৯.৯৫ শতাংশ। ১৫ জুন সেই হার বেড়ে ৫১.০৮ শতাংশ দাঁড়িয়েছে। সুস্থ হয়ে ওঠার হারে একটি বিষয় স্পষ্ট, দেশে করোনা আক্রান্ত রোগীর সুস্থ হয়ে ওঠার হার ক্রমশ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭,৪১৯। সবমিলিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১,৬৯,৭৯৭ জন। সুস্থ হয়ে ওঠার হার জানাচ্ছে, মোট করোনা আক্রান্ত রোগীর ৫০ শতাংশেরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩,৩২,৪২৪।