Kolkata: কোভিড পরিস্থিতি নিয়ে নরেন্দ্র মোদির ডাকা বৈঠকে থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দোপাধ্যায় এবং নরেন্দ্র মোদি (Photo Credit: PTI)

কোভিড পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ডাকা বৈঠকে উপস্থিত নাও থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM Mamata Banerjee)। নবান্ন সূত্রে খবর এমনই। মুখ্যমন্ত্রীর পদলে মুখ্যসচিব আলাপান বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে থাকতে পারেন।

রাজ্যে চতুর্থ দফা ভোটের প্রচার আজই শেষ হচ্ছে। শনিবার  ১০ এপ্রিল রাজ্য বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় পাঁচ জেলার ৪৪ আসনে ভোটগ্রহণ। আজ হুগলি, হাওড়া ও বেহালায় চারটি জনসভা রয়েছে মুখ্যমন্ত্রীর। আরও পড়ুন: New Zealand: ভয়াবহ করোনা পরিস্থিতির জের, ভারতীয়দের জন্য বন্ধ হচ্ছে নিউজিল্যান্ডের দরজা

হুগলির বলাগড়, শ্রীরামপুর, হাওড়ার ডোমজুড় ও বেহালা পশ্চিম কেন্দ্রে প্রচার করবেন তৃণমূল নেত্রী। তাই প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে তাঁর হাজির থাকার সম্ভাবনা নেই বললেই চলে।