Mamata Banerjee (Photo Credits: ANI)

'মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভে পরিণত হয়েছে...'। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে (Prayagraj) চলা বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান নিয়ে এবার মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বিধানসভায় বক্তব্য পেশের সময় মহাকুম্ভের (Mahakumbh 2025) অব্যবস্থা নিয়ে মুখ খুললেন মমতা। যথাযথ পরিকল্পনার অভাবে মহাকুম্ভ মেলা ঘিরে ঘটে চলা একের পর এক অঘটন নিয়ে উত্তরপ্রদেশের যোগী সরকারকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো। বললেন, 'আমি মহাকুম্ভকে সম্মান করি। কিন্তু ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে। মৃত্যুকূপের মত'।

মমতার (Mamata Banerjee) অভিযোগ, সঠিক পরিকল্পনা না করার জন্যেই এত মানুষের মৃত্যু ঘটেছে। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা যোগী সরকার লুকিয়ে গিয়েছে। সরকারি মতে মৃতের সংখ্যা যে ৩০ সেই তথ্য মানতে নারাজ মমতা। বললেন, হাজার হাজার মৃতদেহ ভাসানো হয়েছে নদীতে। এক মাস ধরে চলা মহাকুম্ভে এখনও অবধি ৮ বার আগুন লেগেছে, সেই কথাও স্মরণ করিয়েছেন মুখ্যমন্ত্রী।

মমতার নিশানায় যোগীঃ

মহাকুম্ভে ধনী এবং বিশেষ অতিথিদের জন্যে সুব্যবস্থা এবং সাধারণ পুণ্যার্থীদের জন্যে অব্যবস্থার অভিযোগ শুরু থেকেই তুলে আসছেন বিরোধীরা। সেই অভিযোগ এদিন মমতার ভাষণেও উঠে এল। মুখ্যমন্ত্রী বললেন, 'বড়োলোক এবং ভিআইপি-দের জন্যে লক্ষ টাকার ক্যাম্প। আর গরিব এবং সাধারণ মানুষকে ১৫ ঘণ্টা ২০ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। সামান্য একটা মাদুরে বসলেও ২ হাজার টাকা...। তাঁদের স্নানের জায়গা আলাদা। ভিআইপি-দের স্নানের জায়গা আলাদা'।

মহাকুম্ভ যেন মৃত্যুকূপঃ

 

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) নিশানা করে মমতা আরও বললেন, 'টাকা কামানোর জন্যে যারা ধর্মকে বিক্রি করছেন তাঁদের আমি মন থেকে মেনে নিতে পারি না। একটা বড় অনুষ্ঠানে পদপিষ্টের ঘটনা ঘটতে পারে। কিন্তু তা যাতে না ঘটে তার জন্যে আগে থেকে পরিকল্পনা করতে হয়। সেটা কি করা হয়েছিল?'