Photo Credits: ANI

কলকাতা: মঙ্গলবার নাবালিকা মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে (Kaliaganj)। পরিস্থিতি এমন জায়গায় যায় যে বিক্ষোভকারীরা থানায় ঢুকে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেয় বলেও অভিযোগ। বুধবার দুপুরে এই ঘটনার তীব্র নিন্দা করে পুলিশকে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM Mamata Banerjee)।

এপ্রসঙ্গে তিনি বলেন,"গতকাল দুষ্কৃতীরা (hooliganism) পুলিশকর্মী ও থানায় হামলা চালিয়ে সাধারণ মানুষ ও সরকারি সম্পত্তির যে ক্ষতি করেছে তা অবাঞ্চিত। এই ঘটনা কোনও মতেই মেনে নেওয়া যায় না। আমি পুলিশকে বলেছি এই ঘটনার তদন্ত (investigate) করতে। একদিকে ওই নাবালিকার মামলার তদন্ত হবে আর অন্যদিকে হিংসার ঘটনার (violence case) তদন্ত হবে। এমনকী যখন মৃতদেহটি নিয়ে আসা হচ্ছিল তখন পাথর ছোঁড়া হয়েছে। আমি পুলিশকে বলেছি অভিযুক্তদের গ্রেফতার করে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত (property) করতে। না হলে এই ধরনের হিংসা ও দুষ্কৃতীদের হামলার ঘটনা কোনওদিন থামবে না।" আরও পড়ুন: Uttar Dinajpur minor girl death case: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কালিয়াগঞ্জের ধর্ষিতার পোস্টমর্টেম রিপোর্ট, ডিজিপি কে চিঠি শিশু সুরক্ষা কমিশনের