Mamata Banerjee (Photo Credit: ANI/X)

কলকাতা, ২ জানুয়ারি: বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত। বাংলাদেশের পরিস্থিতি যখন উত্তপ্ত, সেই সময় ভারতের পড়শি দেশ থেকে যাতে কোনও অনুপ্রবেশকারী এ রাজ্যে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কড়া সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, 'বিএসএফের (BSF) সঙ্গে সমঝোতা করে অনুপ্রবেশকারীদের ঢোকানো হচ্ছে।' বিষয়টি নিয়ে কেউ প্রতিবাদ করছে না। সেই সঙ্গে সীমান্ত পাহারা রাজ্য পুলিশ দেয় না। কিন্তু পুলিশের কাছে ইরফরমেশন থাকে। কোথা থেকে ঢুকছে অনুপ্রবেশকারী, কোথায় যাচ্ছে, সে বিষয়ে সব ইনফরমেশন পুলিশের কাছে থাকে। সেই সঙ্গে ডিএম, এসপিদের কাছেও ইনফরমেশন থাকে। কিন্তু কোনও জেলাশাসক তাঁকে কিছু জানাননি বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। কবে রাজীব কুমার তাঁকে বেশ কিছু ইনফরমেশন দিয়েছেন। তবে বাদবাকি ইনফরমেশন তাঁর চাই। এ বিষয়ে তিনি একটি চিঠি লিখবেন। কেন এটি করা হচ্ছে বলে সাংবাদিক সম্মেলন থেকে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।

এমনকী 'বিএসএফ রাজ্যে লোক ঢোকাচ্ছে' বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে ইসলামপুর, চোপড়া, সিতাই দিয়ে বিএসএপ রাজ্যে লোক ঢোকাচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে বিএসএফ মহিলাদের উপর অত্যাচার করছে বলেও মুখ্যমন্ত্রী অভিযোগ করেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফের বিরুদ্ধে তোপ দাগতেই পালটা মুখ খোলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। বিজেপি নেত্রী বলেন, বিএসএফ এবং সেনা বাহিনীর উপর দোষারোপ  করা উচিত নয়।