Mamata Banerjee On SIR (Photo Credit: FB)

কলকাতা, ৪ নভেম্বর: ইলেকশনের ৩ মাসে আগে কখনও এসআইআর হয়? আগে কেন করছেন? পরে করুন সব ব্যবস্থা করে দেব। এসআইআরের পদযাত্রা সেরে জনসভায় হাজির ডহন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে হাজির হন টলিউডের একাধিক অভিনেত্রী। সুদীপ্তা চক্রবর্তী থেকে শ্রীতমা চক্রবর্তী, সৌমিতৃষা কুণ্ডু, রুপাঞ্জনা মিত্ররা। টলিউডের অভিনেত্রীদের সঙ্গে ববি হাকিম, অরূপ বিশ্বাস-সহ তৃণমূলের একাধিক নেতৃত্বকে হাজির হতে দেখা যায় এসআইআর (SIR) সংক্রান্ত জনসভা।

বিজেপির (BJP) প্ররোচনায় পা দেবেন না। যদি কারও নাম না থাকে ভোটার তালিকায়, তাহলে আমাদের ক্যাম্পে আসুন। তবে বিজেপির ফাঁদে কেউ পা দেবেন না বলে নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। নিজেদের অধিকার নিজেদের রক্ষা করতে হবে। 'আমরা আপনাদের থালা, বাটি বেঁচেও সাহায্য করব' বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের এই লড়াই যেমন রাস্তায় হবে, তেমনি আদালতেও হবে বলে জানান মুখ্যমন্ত্রী। মিডিয়া কিনে নিয়েছেন, বিচার ব্যবস্থাকেও অনেকটা কিনে নিয়েছেন বলে বিজেপিকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে উপড়ে ফেলে দেওয়া হবে কিন্তু আমাদের অধিকার আমরা ছাড়ব না। এটা আমাদের মাতৃভূমি। তাই আমরা এর অধিকার ছাড়ব না। বাংলা ভয় পায় না। এনআরসি হয়নি হবে না। আমরা করতে দেব না।

এসবের পাশাপাশি মতুয়াদের প্রতি বার্তা দেন মুখ্যমন্ত্রী।  তিনি বলেন, কেউ ভয় পাবেন না। দিদি আছে। বড়মাকে আমি চিকিৎসা করিয়েছি। তাইকেউ ভয় পাবেন না বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

শুনুন কী বললেন মুখ্যমন্ত্রী...