কলকাতা: পশ্চিমবঙ্গের (West Bengal) ঋণ (debt) বৃদ্ধি নিয়ে সর্বক্ষণ কথা বললেও নিজেদের ঋণ নিয়ে কোনও কথাই বলে না কেন্দ্রীয় সরকার (Central Government)। বুধবার সাংবাদিক বৈঠক করে এই অভিযোগই করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM & TMC Chief Mamata Banerjee)।
এপ্রসঙ্গে তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার শুধুমাত্র বলে রাজ্যের ঋণ বাড়ছে (increasing)। কিন্তু, তারা নিজেদের ঋণ বৃদ্ধির বিষয়ে কোনও মন্তব্য করে না। এতগুলো উন্নয়নমূলক প্রকল্প (development projects) বাস্তবায়িত (implement) করেও আমরা আমাদের ঋণের বোঝা (debt burden) কমিয়ে এনেছি। কিন্তু, ওরা কখনও আমাদের প্রশ্নের উত্তর দেয় না।"
দেখুন ভিডিয়ো:
#WATCH | West Bengal CM Mamata Banerjee says, "...They (Central Government) only say that the debt here (State Debt) is increasing. They never say about the increase in their debt. Despite implementing so many development projects, we have brought down our debt burden...But they… pic.twitter.com/Q3Z4GPziXM
— ANI (@ANI) August 2, 2023
পশ্চিমবঙ্গে সমস্ত ধর্মের উৎসবকে গুরুত্ব দেওয়া হয় বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "আমরা সমস্ত ধর্মের উৎসবকে (festivals) সমান গুরুত্ব (equal importance) দিয়ে থাকি। তাই সবে-ই-বরাত (Shab e-Barat) ও করম পুজোতে (Karam Puja) আমরা বিভাগীয় ছুটি (Sectional Holiday) না দিয়ে সরকারি ছুটি (Government Holiday) দিয়ে থাকি।" আরও পড়ুন: Anti Corruption Cell : বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি ঠেকাতে এবার রাজভবনে দুর্নীতি দমন সেল খুললেন রাজ্যপাল
দেখুন ভিডিয়ো:
#WATCH | "We give equal importance to all festivals...Instead of Sectional Holiday on Shab e-Barat and Karam Puja, we will give Government Holiday," says West Bengal CM Mamata Banerjee pic.twitter.com/78i0zmiwbj
— ANI (@ANI) August 2, 2023