ফাইল ফটো (Photo Credits: PTI)

বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি ঠেকাতে এবার রাজভবনে দুর্নীতি দমন শাখা খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বহু বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি থাকলেও তা নিয়ে এত মাথাব্যাথা ছিল না এতদিন। তবে এবার রাজ্যপাল নিজেই বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি খুঁজতে উঠেপড়ে লেগে পড়েছেন।

ইতিমধ্যেই রাজভবনে দুর্নীতি দমন শাখার অফিস খুলে ফেলেছেন। এপ্রসঙ্গে তিনি জানান," দুর্নীতি দমন শাখা খোলা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলিতে দুর্নীতি রোধ করার জন্য।যদি কেউ বুঝতে পারেন দুর্নীতি হচ্ছে তাহলে তারা দুর্নীতি দমন শাখার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সংশ্লিষ্ট সংস্থার কাছে অভিযোগ জানাব"।

বিশ্ববিদ্যালয় নিয়ে রাজ্য এবং রাজ্যপাল তরজা নতুন নয়। এর আরেও অনেকবার রাজ্যের সঙ্গে এই ইস্যুতে সংঘাত বেধেছে  রাজ্যাপালের। বিশ্ববিদ্যালয়ের কতৃত্ব রাজ্যের হাতে রাখার চেষ্টা করলেও রাজ্যপালও যে পিছিয়ে নেই তা তিনি আরও একবার জানান দিলেন এই দুর্নীতি দমন শাখা খোলার মাধ্যমে।