কলকাতা: রাজ্যের বিভিন্ন প্রকল্পের টাকা বকেয়া রেখেছে কেন্দ্রীয় সরকার। এই অভিযোগ জানিয়ে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister Mamata Banerjee) এই বিষয়ে ডিসেম্বর মাসের মাঝামাঝি দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) সঙ্গে দেখা করবেন বলেও জানান। আরও পড়ুন: Amit Shah In Chittorgarh: চিতোরগড়ে অমিত শাহের রোডশো-তে জনজোয়ার, দেখুন ভিডিয়ো
এপ্রসঙ্গে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) আয়োজিত দলীয় সভা থেকে মমতা বলেন, “আমি ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে নয়াদিল্লি (New Delhi) যাচ্ছি। তখন সংসদের শীতকালীন অধিবেশন (Winter Session of Parliament) বসবে। তারপর সংসদে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব। কেন্দ্রীয় বকেয়া (central dues) নিয়ে আলোচনা করার জন্য আমি তাঁর কাছে সময় চাইব।” আরও পড়ুন: PM Modi In Deogarh: 'রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে সরকার গড়বে বিজেপি', ভিডিয়োতে দেখুন আর কী বললেন প্রধানমন্ত্রী মোদি!
#WestBengal Chief Minister #MamataBanerjee said that she would go to #NewDelhi next month, meet Prime Minister #NarendraModi and take up issue of pending central dues to state government under various centrally-sponsored schemes.
“I will be going to New Delhi either in second or… pic.twitter.com/fXktYo5mtP
— IANS (@ians_india) November 23, 2023