TMC Vs BJP Bye Election (Photo Credit: Facebook)

কলকাতা, ২৩ নভেম্বর: ভোটের বাংলা ফের দিদিময়। আরজি কর আন্দোলনের কোনও প্রভাব রাজ্যের উপভোটে (WB Bypolls Results 2024)  পড়ল না। গত বুধবার হওয়া রাজ্যের ৬টি বিধানসভা আসনের উপনির্বাচনের সব কটিতেই জিতল তৃণমূল কংগ্রেস। নিজেদের পাঁচটি আসন ধরে রেখে বিজেপি গড় হিসেবে পরিচিত মাদারিহাটেও মমতা ম্যাজিক কাজ করল। শুধু জেতাই নয়, ভোট মার্জিনের বিচারেও নতুন রেকর্ড গড়ল তৃণমূল।

সিতাইয়ে তৃণমূল প্রার্থীর জয়ের ব্যবধান দাঁড়ায় ১ লক্ষ ৩০ হাজারের বেশী। হাড়োয়ায় তৃণমূলের শেখ রবিবুল ইসলাম ৭৬ শতাংশের বেশী ভোট পেয়ে জেতেন ১ লক্ষ ৩১ হাজার ভোটে। গত কয়েক বছর ধরে বিজেপি গড় হিসেবে পরিচিত মাদারাহিট বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী জিতলেন ২৮ হাজারের বেশী ভোটে। নৈহাটিতে তৃণমূল প্রার্থীর জয়ের মার্জিন হয় ৪৮ হাজারের বেশী। মেদিনীপুরে তৃণমূলের সুজয় হাজরা জেতেন ৩৩ হাজার ৯১১ ভোটে।

রাজ্যে হওয়া ৬টি আসনের উপভোটের মধ্যে ৫টি আসনে বিজেপি দ্বিতীয়, একটিতে আইএসএফ প্রার্থী তৃতীয় হন। হাড়োয়ায় তৃতীয় হয়ে জামানত জব্দ হয় বিজেপি প্রার্থীর। সেখবামেদের সব আসনেই ধরাশায়ী হয়ে জামানত জব্দ হয়েছে। তালডাংরায় সিপিএম প্রার্থী তৃতীয় হয়েছেন। সিতাইয়ে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী চতুর্থ হন। নৈহাটিতে লিবারেশন, মেদিনীপুরে সিপিআই-য়ের প্রার্থী তৃতীয় হন। সব মিলিয়ে বাংলার ভোট রাজনীতিতে আরও তলিয়ে গেল বামেরা।

অভিনন্দন জানিয়ে এক্সে বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ

লোকসভা ভোটের পর হওয়া রাজ্যের মোট দশটি বিধানসভা আসনের উপনির্বাচনের দশটিতেই বড় ব্যবধানে জিতল রাজ্যের শাসক দল। গত জুলাইয়ে মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে জিতে ৪-০ করেছিল তৃণমূল। আর এবার নৈহাটি, হাডো়য়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই, মাদারিহাটে ৬-০ করলেন মমতা। তার মানে লোকসভা ভোটে ২৯টি আসনে জয়ের বিধানসভা উপনির্বাচনে রাজ্যের ভোট রাজনীতির স্কোরবোর্ড দাঁড়ল ১০-০।

আরজি কর কাণ্ডে রাজ্যজুড়ে তুমুল বিক্ষোভে মমতাকে কোণঠাসা অবস্থায় পেয়েও ছন্নছাড়া বিরোধী শিবির কোনও ফায়দা তোলা তো দূরে থাক, নিজেদের গড়েও হেরে বসল। মাদারিহাটে খুব আক্রমণাত্মক স্বরে প্রচার করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংসদ মনোজ টিগ্গার গড় মাদারিহাটে তৃণমূল জিতল ২৮ হাজারের বেশী ব্যবধানে। যে মাদারাহিটে ২০২১ বিধানসভা বিজেপির মনোজ টিগ্গা জিতেছিলেন প্রায় ২৯ হাজার ভোটে। ক মাস আগে হওয়া লোকসভা ভোটেও মাদারিহাটে বিজেপির বড় লিড ছিল।