কলকাতা, ২ নভেম্বর: রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে (West Bengal By-Poll Results) উপনির্বাচন ভোটগণনা চলছে। ফল যেদিকে গড়াচ্ছে তাতে বিজেপি (BJP)একেবারে হতাশ হবে। গণনার প্রাথমিক প্রবণতা যেদিকে তাতে তৃণমূল চারে চার করতে পারে। বিজেপির কাছে শান্তিপুর (Shantipur) ও দিনহাটা (Dinhata) বিধানসভা উপনির্বাচনের ফল সম্মানরক্ষার। কারণ ক মাস আগে এই দুই কেন্দ্রে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন দলের দুই সাংসদ। শান্তিপুরে তো বিজেপি-র জয়ের ব্যবধান অনেকটা ছিল। ক মাসে আগে নিশীথ প্রামাণিক জিতেছিলেন দিনহাটা বিধানসভায়, এরপর তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলেন।
সেই দিনহাটায় ৬০ হাজারেরও বেশ ভোটে এগিয়ে তৃণমূলে প্রার্থী উদয়ন গুহ। উদয়ন গুহ ক মাস আগে একেবারে সামান্য ব্যবধানে হেরেছিলেন নিশিথ প্রামাণিক কাছে। আর শান্তিপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। খড়দা কেন্দ্রে অনেকটাই এগিয়ে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। আরও পড়ুন: টিকা না নেওয়া থাকলে নেগেটিভ আরটিপিসিআর রিপোর্ট থাকতে হবে, বিমান যাত্রার জন্য নতুন নির্দেশিকা
পশ্চিমবঙ্গে চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল পরিষ্কার হয়ে যেতে পারে দুপুরের মধ্যেই।গত ৩০ অক্টোবর দিনহাটা, গোসাবা, শান্তিপুর ও খড়দা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে।