আগামী ১০ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হতে চলেছে রাজ্য বাজেট (West bengal Budget)। বুধবার নবান্নে মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে রাজ্যের নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Dr CV Ananda Bose)বক্তৃতা দিয়ে নতুন বছরের ৬ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট অধিবেশন শুরু হবে। এবং ১০ ফেব্রুয়ারী বিধানসভায় বাজেট পেশ করবেন রাজ্যের অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
মন্ত্রীসভার বৈঠকের পর নীল রতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তার ও নার্সদের পদ বাড়ানোর অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা।বৈঠকের পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আনুষ্ঠানিকভাবে যোগ্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 'কৃষক বন্ধু (নতুন)' প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা বিতরণ শুরু করার ঘোষণা করে দেন। "মোট ৯১.৫৭ লক্ষ উপকারভোগী কৃষক এর জন্য ২৫৫৫কোটি টাকা আর্থিক সহায়তা পাবেন" । ২০১৯ সালে সূচনা হওয়া এই প্রকল্পে এখনও অবধি নথিভুক্ত কৃষকদের কাছে সরাসরি ১২৫০০ কোটি টাকারও বেশি বিতরণ করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী ।