কলকাতা: শনিবার সাহেবগঞ্জ বিডিও অফিসে (Sahebganj BDO office) মনোনয়ন পত্রের স্কুটিনিকে (scrutiny of nomination papers) কেন্দ্র করে টিএমসি (TMC) ও বিজেপি (BJP) কর্মীদের (workers) মধ্যে তুমুল মারামারি (clash) হয়। কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের (MoS Nisith Pramanik) উপরও হামলা (attack) চালানোর অভিযোগ ওঠে তৃণমূল বিধায়ক উদয়ন গুহ (TMC MLA Udayan Guha) ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজ্য নির্বাচন কমিশন ও প্রশাসনকে তীব্র আক্রমণ (attack) করলেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি ডঃ সুকান্ত মজুমদার (West Bengal BJP chief Sukanta Majumdar)।
শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, "নিশীথ প্রামাণিকের গাড়ির উপর বোমা ছোঁড়া হয়েছে। পুলিশ আক্ষরিক অর্থেই অসহায়। উদয়ন গুহ ঘটনাস্থলে তাঁর এক-দেড় হাজার গুণ্ডা নিয়ে দাঁড়িয়ে ছিলেন। ওই গুণ্ডারা আমাদের কর্মীদের থেকে ফর্ম বি ছিনিয়ে নিয়েছে। নির্বাচন কমিশন ও রাজ্য প্রশাসন চুপ করে বসে আছে। যদি একজন মন্ত্রীর উপর এভাবে হামলা হয়, তাহলে আমরা সহজেই অনুমান করতে পারি বর্তমানে পশ্চিমবঙ্গের পরিস্থিতি ঠিক কোনও জায়গায় রয়েছে। মমতা ব্যানার্জি কি সত্যিই রাজ্য চালাচ্ছেন না নাটক করছেন?" আরও পড়ুন: Sikkim Flash Floods: হড়পা বানে ভেসে গেল রাস্তা, অস্থায়ী সেতু বানিয়ে উত্তর সিকিমে আটকে পড়া পর্যটকদের উদ্ধার, দেখুন ভিডিয়ো
দেখুন ভিডিয়ো:
#WATCH | "A bomb was hurled at the car of Nisith Pramanik, Police is literally helpless. Udayan Guha is standing there with his goons, with 1000-1500 people. They are snatching Form B from the hands of our workers. Election Commission & State Administration are sitting silently.… https://t.co/kmUaqmiepq pic.twitter.com/hAIangpZKq
— ANI (@ANI) June 17, 2023