কলকাতা, ১৬ মার্চ: করোনাভাইরাস (Coronavirus) প্রতিরোধ করতে বন্ধ হচ্ছে রাজ্যের বিধানসভার অধিবেশন। স্পীকার বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker Biman Banerjee) জানান, মঙ্গলবারই শেষ অধিবেশন হবে। ২৬ মার্চ পর্যন্ত অধিবেশন বন্ধ থাকবে। এর আগে করোনার আতঙ্কে বিধানসভার অধিবেশন বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে কেরালা, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে। শুক্রবার বিধানসভায় অধিবেশন শুরু হয়েছিল। ওইদিনই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় একাধিক নিষেধাজ্ঞার কথা জানিয়েছিলেন।
অধিবেশনে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়। অধিবেশন চললে বহু স্কুল কলেজের ছাত্রছাত্রী, সাধারণ মানুষ অধিবেশন দেখতে আসেন। করোনার প্রকোপের কারণে এই অধিবেশনে সেরকম কোনও অনুমতি মিলবে না বলে জানিয়ে দেন অধ্যক্ষ। জানা গেছে কয়েকদিন আগে ইউক্রেনের একটি প্রতিনিধি দল পশ্চিমবঙ্গ বিধানসভায় এসেছিল। এই অধিবেশন চলাকালীন বিদেশি প্রতিনিধিদের বিধানসভায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয় শুক্রবার। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বিধানসভায় ঢোকার ক্ষেত্রেও বিধি আরোপ করেন অধ্যক্ষ। এরপর সোমবার বিরতির সময় এই নিয়ে আলোচনা করতে বসে সর্বদলীয় বৈঠক। সেখানেই ঠিক হয়, কাল থেকে বন্ধ রাখা হবে অধিবেশন। আরও পড়ুন, করোনা আতঙ্কে মধ্যপ্রদেশে মুলতুবি বিধানসভা, আস্থা ভোট নিয়ে জল্পনা
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee) সোমবার সন্ধ্যায় রাজ্য সচিবালয়ে একটি প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে,যেখানে করোনাভাইরাস নিয়ে পরিস্থিতি মোকাবিলায় রাজ্য স্বাস্থ্য প্রশাসনের প্রস্তুতি পর্যালোচনা করার জন্য। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে সুজন চক্রবর্তী বলেছেন, 'বিধানসভায় যারা আসেন তাঁরা সচেতন। তারা প্রিভিলেজড। এখানে সেই সচেতনতার বার্তা রেখে স্যানিটাইজার রেখে অধিবেশন চালানো যেত। রাস্তায় যে মানুষ রয়েছে তাদের কী হবে?'