নির্বাচনী জনসভায় মোদী

কলকাতা, ১২ এপ্রিল  : পশ্চিমবঙ্গে ভোটের (West Bengal Assembly Election 2021) কাজ করতে এসে মৃত্য়ু হয় সাহসী পুলিশ অফিসারের। পুলিশ (Police) অফিসার ছেলের মৃতেদহ দেখার পর মৃত্যু হয় তাঁর মায়েরও। যে মায়ের কোল খালি করে তাঁর ছেলে চলে গেলেন, তিনি কি আপনার মা নন?  বাংলার কোনও মা আপনার মতো এত নির্মম এবং নিষ্ঠুর নন বলে মমতা বন্দ্যেপাধ্যায়কে কটাক্ষ করেন নরেন্দ্র মোদী (Narendra Modi)।

চতুর্থ দফা ভোটের পর সোমবার ফের রাজ্যে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার প্রথমে বর্ধমানে একটি নির্বাচনী জনসভায় হাজির হন প্রধানমন্ত্রী। সেখান থেকেই তৃণমূল কংগ্রেস(TMC) নেত্রীর বিরুদ্ধে একের পর এক তোপ দাগতে শুরু করেন মোদী।

 

বর্ধমানের জনসভা থেকে তৃণমূলের পাশপাশি বাম, কংগ্রেসকেও আক্রমণ করেন মোদী। তিনি বলেন, বাম, কংগ্রেস একেবারে বাংলা থেকে চলে গিয়েছে। আর ফিরতে পারেনি। তৃণমূল এবার চলে গেলে আর ফিরতে পারবে না। দিদির কথা থেকেই স্পষ্ট, এবারের নির্বাচনে তাঁর পরাজয় নিশ্চিত।