কলকাতা, ২২ এপ্রিল: করোনায় (COVID-19) আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জ (Samserganj)এবং জঙ্গিপুরের (Jangipur) দুই প্রার্থী। এই দুই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রেখে তা পিছিয়ে ১৩ মে রাখা হয়েছিল। সেদিন ঈদের উৎসব থাকতে পারে তা কমিশনে অভিযোগ করা হলে কমিশন ভোটগ্রহণের দিন তারিখ পিছিয়ে দেয়। আগামী ১৬ মে হবে ওই দুই কেন্দ্রে ভোটগ্রহণ, গণনা হবে ১৯ মে। মানুষের আপত্তিতে ভোটের তারিখ পিছিয়ে দিয়েছে কমিশন বলে জানা গেছে।
সপ্তম দফার নির্বাচনে আগামী ২৬ এপ্রিল মুর্শিদাবাদে ভোটগ্রহণ। মুর্শিদাবাদ জেলার ১১টি বিধানসভা আসনে নির্বাচন হওয়ার কথা ছিল। গত বৃহস্পতিবার সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। শুক্রবার করোনায় মৃত্যু হয় জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর। রেজাউলের প্রয়াণের কারণে তাঁর স্ত্রীকে ভোটের টিকিট দেওয়া হয়। আরও পড়ুন, সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভোটের হার ১৭.১৯ শতাংশ
সংযুক্ত মোর্চার এই দুই প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত হয়ে গিয়েছিল। এরপর নির্বাচন কমিশন ১৩ মে ভোটের দিন ঘোষণা করেছিল। কিন্তু সেদিন ঈদের উৎসব হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নির্বাচনের নির্ঘণ্ট পিছিয়ে দেওয়ারই সিদ্ধান্ত নিল কমিশন।