আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2021 6th Phase Poll) ষষ্ঠ দফার ভোটগ্রহণ চলছে। রাজ্যের ৪ জেলার ৪৩টি আসনে ভোট। এই চার জেলার মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া ও উত্তর দিনাজপুর। উত্তর ২৪ পরগনার ১৭টি আসনে, নদিয়া জেলার ৯টি আসনে, পূর্ব বর্ধমান জেলার ৮টি আসনে ও উত্তর দিনাজপুর জেলার সব আসনে নির্বাচন হবে। ৪৩টি আসন থেকে মোট ৩০৬ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। এই আসনগুলিতে মোট ভোটারের সংখ্যা ১.০৩ কোটি।
লাইভ আপডেট:
- ষষ্ঠ দফার ভোট শেষ, ভোটদানের হার ৭৯.০৮ শতাংশ
- সপ্তম ও অষ্টম দফা নিয়ে কাল জরুরি বৈঠক করবে নির্বাচন কমিশন।
- পিপিই কিট পরে ভোট দিলেন করিমপুরের করোনা আক্রান্ত বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ।
- বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার ৭৯.০৯ শতাংশ
- বেলা ৩টে পর্যন্ত ভোটদানের হার ৭০.৪২ শতাংশ
- কাঁচরাপাড়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ।
- খড়দার বন্দিপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ।
- টিটাগড়ের মিলনগরে পরপর বোমাবাজি, আহত ১ শিশু সহ ৬
- কৃষ্ণনগরের কালীনগরে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনী কোনও পদক্ষেপ না নেওয়ার অভিযোগ কৌশানির।
- বেলা ১টা ২৮ পর্যন্ত ভোটদানের হার ৫৭.৩০ শতাংশ।
- কৃষ্ণনগরের প্রার্থী কৌশানি মুখোপাধ্যায়ের সঙ্গে বচসা বিজেপি কর্মীদের। কৌশানিকে ঘিরে 'জয় শ্রী রাম' স্লোগান।
- কেন্দ্রীয় বাহিনীর বচসা সঙ্গে বচসা তৃণমূল প্রার্থী ব্যারাকপুরের রাজ চক্রবর্তীর।
- অশোকনগরের ট্যাংরায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। বুথের সামনে বোমাবাজি, ভোট কর্মীদের বাস ভাঙচুর।
-
সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে ভোটগ্রহণ ১৬ মে, জানাল কমিশন
- মঙ্গলকোটের নিগন পূর্বপাড়ায় বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
- সকাল ১১ টা পর্যন্ত সামগ্রিক ভোটের হার ৩৭.২৭ শতাংশ
- নদিয়ায় ৩৮.১১ শতাংশ, দক্ষিণ দিনাজপুরে ৪৯.৯৭ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৩২.৮৮ শতাংশ ও পূর্ব বর্ধমানে ৪১.০৪ শতাংশ ভোট পড়েছে।
- ব্যারাকপুরের শাঁখারিপাড়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। পুলিশের লাঠিচার্জ।
- আমডাঙার রংমহলে বুথের কিছুটা দূরে বোমা উদ্ধার
- পূর্বস্থলীতে বুথের মধ্যে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়াতে তৃতীয় পোলিং অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।
- নিউ ব্যারাকপুরে দমদম উত্তরের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ।
- পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার নন্দীগ্রাম গ্রামের নিকটে একটি বুথে অসুস্থ হয়ে পড়া মহিলা ভোটারকে প্রাথমিক চিকিৎসা দিল আইটিবিপি-র জওয়ানরা।
A voter at a booth near Nandigram village, Katwa in Purba Bardhaman district was given first aid by the ITBP medic team during the sixth phase of polling in West Bengal today pic.twitter.com/0E5erqSUSx
— ANI (@ANI) April 22, 2021
- বীজপুরে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থানে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী।
- করিমপুরে ভোট দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
- উত্তর দিনাজপুরে ১৮.৮৪ শতাংশ, নদিয়ায় ১৮.২০ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ১৪.৮২ শতাংশ ও পূর্ব বর্ধমান-১৮.৯৩ শতাংশ ভোট পড়েছে।
- সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভোটের হার ১৭.১৯ শতাংশ
- ব্যারাকপুরের লালকুঠি এলাকায় রাজ চক্রবর্তীকে ‘গোব্যাক’ স্লোগান।
- চোপড়ায় কোনও গুলি চলার ঘটনা ঘটেনি, জানাল কমিশন
- হাবড়ায় দেহ উদ্ধার ও বোমাবাজি এবং চোপড়ায় গুলির ঘটনায় রিপোর্ট চাইল কমিশন
- দুর্গানগর নেপালচন্দ্র হাই স্কুল ২৪৮ নম্বর বুথে EVM কাজ করছে না।
- কাটোয়া বিধানসভা কেন্দ্রের ১৩১ নম্বর বুথের EVM খারাপ।
- আউশগ্রামের প্রতাপপুরে পুলিশকে হুমকি তৃণমূল নেতা অরূপ মিদ্যার।
- গলসির মনোহর সুজাপুর গ্রামে বিজেপি সমর্থকদের ভোটদানে বাধার অভিযোগ
- ভাটপাড়ায় ২১৪ নং বুথে ইভিএম খারাপ, ভোটগ্রহণে বিলম্ব।
- স্বরূপনগরে ২০২ নং বুথে ইভিএম খারাপ, ভোটগ্রহণে বিলম্ব।
- হাবরা বিধানসভার জমিদারগেট এলাকায় উদ্ধার অজ্ঞাতপরিচয় যুবকের রক্তাক্ত মৃতদেহ।
- ভোট দিলেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ আসনে বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তিনি বলেন, "ভোট কিছুটা দেরিতে শুরু হয়েছে। এটি গণতন্ত্রের উৎসব এবং সবাই অংশ নিচ্ছেন। লাইন দেখেই বোঝা যাচ্ছে যে এবারের ভোট পরিবর্তন, উন্নয়নের জন্য হবে।"
BJP candidate from Raiganj, Uttar Dinajpur, Krishna Kalyani cast his vote at booth number 134. He says, "Voting began a little late. It's a festival of democracy & everyone is participating. You can see the queues, it shows that this time voting will be for change, development." pic.twitter.com/Hfh0QgcxcI
— ANI (@ANI) April 22, 2021
- ভোটের সকালে উত্তপ্ত চোপড়া, খুলিয়া গ্রামে চলল গুলি।
- উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ১৩৪ নম্বর বুথে ভোটগ্রহণ শুরু হল।
- কাঁচরাপাড়ায় তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
- কাঁচরাপাড়া পৌর পলিটেকনিক উচ্চ বিদ্যালয়ে ১৪১ নম্বর বুথে ভোট দিলেন বিজেপি নেতা মুকুল রায়।
West Bengal: BJP national vice president Mukul Roy casts his vote for the sixth phase of state Assembly polls at booth number 141 - at Kanchrapara Municipal Polytechnic High School - in Kanchrapara of North 24 Parganas district.#WestBengalElections pic.twitter.com/gDp5z1VYsS
— ANI (@ANI) April 22, 2021
- উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ১৩৪ নম্বর বুথে ইভিএম সমস্যা, ভোটগ্রহণ এখনও শুরু হয়নি।
- সবাইকে ভোটাধিকার প্রয়োগের আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তিনি টুইটে লেখেন, পশ্চিমবঙ্গের জনগণ নতুন বিধানসভা গঠনের জন্য ভোট দিচ্ছেন। আজ ষষ্ঠ ধাপে যাদের এলাকায় ভোট রয়েছে, তাঁদের ভোটাধিকার প্রয়োগের জন্য অনুরোধ করছি।
The people of West Bengal are voting to elect a new assembly. On the sixth phase today, urging those whose seats are polling to exercise their franchise.
— Narendra Modi (@narendramodi) April 22, 2021
- ভোট দিলেন বিজেপি নেতা অর্জুন সিং। ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিংও ভোট দিলেন সকালেই।
West Bengal BJP vice president Arjun Singh casts his vote at booth number 144 in Jagatdal of North 24 Parganas. His son and party's candidate from Bhatpara, Pawan Singh also casts his vote.
Voting for the sixth phase of #WestBengalPolls is taking place today. pic.twitter.com/Vz3KKbKzwg
— ANI (@ANI) April 22, 2021
- খড়দায় দুই বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগ
- ভোটের আগের রাতে আমডাঙায় বোমাবাজি।
People queue up outside polling station number 116 in Jagatdal constituency; voting for the sixth phase of #WestBengalPolls will commence at 7 am today. pic.twitter.com/Y2GVsG9bBh
— ANI (@ANI) April 22, 2021
- ভোটের আগের রাতে অশান্ত নবদ্বীপ। বিজেপি যুব মোর্চার কার্যালয়ে হামলা ও কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।