কলকাতা, ১০ এপ্রিল : শীতলকুচি এবং মাথাভাঙার ঘটনা নিয়ে উত্তাল গোটা রাজ্য। কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনায় মুখ্য নির্বাচনী অফিসারকে চিঠি লিখল তৃণমূল কংগ্রেস। মাথাভাঙায় কেন্দ্রীয় বাহিনীর (Central Force) গুলিতে যে ৪ জন নিহত হয়েছেন, সেই ঘটনাকে 'ঠাণ্ডা মাথায় খুন' বলে অভিযোগ করে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি মুখ্য নির্বাচনী অফিসারের (Chief Electoral Officer) কাছে ৩ জনের আহত হওয়ার ঘটনার বিরুদ্ধেও ফুঁসে ওঠে তৃণমূল কংগ্রেস।
শীতলকুচি এবং মাথাভাঙার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল কংগ্রেস (TMC) নেতৃত্ব। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, কেন্দ্রীয় বাহিনী কেন গুলি চালাচ্ছে? সাধারণ ভোটারদের উপর গুলি চালানোর অধিকার বাহিনীকে কে দিয়েছে? ষড়যন্ত্র করেই ওই ঘটনা ঘটানো হয়েছে।
আরও পড়ুন : West Bengal Assembly Election 2021 : মাথাভাঙায় নিহতরা তৃণমূলের কর্মী, দাবি জোড়াফুল শিবিরের
Trinamool Congress (TMC) writes to Chief Electoral Officer (CEO), West Bengal over "Cold-blooded murder of four and brutal injury of three innocent people by Central Forces." pic.twitter.com/Vgq1ReGsHx
— ANI (@ANI) April 10, 2021
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi) এই ষড়যন্ত্রের বাইরে নন বলে দাবি করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে। সাধারণ ভোটারদের উপর প্রভাব ফেলতেই ওই ধরনের কার্যকলাপ হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন সৌগত রায়।
সৌগত রায় এবং ডেরেকের পর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দোলা সেনও।