মমতাকে আক্রমণ অমিতের

হাওড়া, ৭ এপ্রিল : তৃতীয় দফার ভোটের পর ফের রাজ্যে এলেন অমিত শাহ (Amit Shah) । বুধবার হাওড়ার ডোমজুড়ে নির্বাচনী জনসভায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

বুধবার হাওড়ায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করতে এসে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন শাহ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)  যে ধরনের ব্যবহার করছেন, তাতে তাঁর অসহায়তা স্পষ্ট। ওঁর কথায় ফুটে উঠছে সবকিছু।

আরও পড়ুন : Forest Breathing : জঙ্গলে গভীর স্পন্দন, যেন শ্বাস নিচ্ছে 'ভয়ঙ্কর' বনাঞ্চল, ভাইরাল ভিডিয়ো

মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের পাশাপাশি বিজেপির সরকার গঠন নিয়েও আত্মবিশ্বাসী সুর শোনা যায় অমিত শাহের গলায়। তিনি বলেন, ২ মে-র পর সরকার গঠন করবে বিজেপি (BJP)। এবার ২০০-র বেশি আসন নিয়েই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে বলে আশাবাদী অমিত শাহ।

আরও পড়ুন : Ankush Hazra : শিল্পীদের 'রগড়ানো', পড়াশোনার খোঁচা দিয়ে দিলীপকে তীব্র আক্রমণ অঙ্কুশের

পাশাপাশি রাজীব বন্দ্যোপাধ্যায়কে (Rajib Banerjee) মানুষ স্বতঃস্ফূর্তভাবে জিতিয়ে আনবেন। হাওড়ার একটি গ্রাম পঞ্চায়েতে তিনি গিয়েছিলেন প্রচার করতে। সেখানে গিয়ে বিজেপির প্রতি মানুষের যে সমর্থন, ভালবাসা দেখতে পান, তা থেকে স্পষ্ট যে এবার রাজ্যে সরকার গঠন করবেন তাঁরাই।