লোকসভায় জয় না মিললেও বিধানসভা উপনির্বাচনে (West Bengal Assembly By Election) জয়ী হলেন কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জ (Raiganj) বিধানসভা কেন্দ্র থেকে ৪৯ হাজার ৫৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)। ২০২১ সালের বিধানসভা ভোটেও ওই কেন্দ্র থেকে জিতেছিলেন কৃষ্ণ। তবে সেবার বিজেপির টিকিটে লড়েছিলেন তিনি। লোকসভার আগে দলবদলে বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দেন তিনি। লোকসভায় রায়গঞ্জ আসন থেকে কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করেছিল শাসক দল। কিন্তু বিজেপি প্রার্থী কার্তিক পালের কাছে হেরে যান তিনি। লোকসভায় হারের পরেও বিধানসভা নির্বাচনে কৃষ্ণের উপরেই ভরসা রেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল। উপনির্বাচনে রায়গঞ্জ আসনের জন্যে কৃষ্ণকেই টিকিট দেয় শাসক দল। বিজেপি প্রার্থী মানসকুমার ঘোষ এবং কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্তকে হারিয়ে ৪৯ হাজার ৫৩৬ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, উত্তর ২৪ পরগণার বাগদা, এবং নদিয়ার রানাঘাট দক্ষিণ এই তিন কেন্দ্র থেকেই জিতেছিল বিজেপি। কেবল মানিকতলা আসনটি ছিল তৃণমূলের দখলে। তবে লোকসভার আগে রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণে বিধায়কেরা পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগ দেওয়ায় ওই তিন কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। অন্যদিকে মানিকতলা কেন্দ্রের বিধায়ক সাধন পাণ্ডে মৃত্যু হওয়ায় নতুন বিধায়কের জন্যে এই কেন্দ্রে উপনির্বাচন হয়েছে।