West Bengal Assembly By Election: রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল ঘোষণা আজ শনিবার। গত বুধবার, ১০ জুলাই রায়গঞ্জ, বাগদা, মানিকতলা এবং রানাঘাট দক্ষিণ এই চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার ১৩ জুলাই সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা। রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দিয়ে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার মড়কে গণনা কেন্দ্রগুলোতে এগোচ্ছে গণনার কাজ।
পোস্টাল ব্যালট গণনা শেষে চার বিধানসভা কেন্দ্রতেই শুরু হয়েছে ইভিএমের ভোটগণনা। আশ্চর্যজনকভবে চার কেন্দ্রের এগিয়ে রয়েছে তৃণমূল। ২০২১ সালের বিধানসভায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, উত্তর ২৪ পরগণার বাগদা, এবং নদিয়ার রানাঘাট দক্ষিণ এই তিন কেন্দ্র থেকেই জিতেছিল বিজেপি। কেবল মানিকতলা আসনটি ছিল তৃণমূলের দখলে। তবে লোকসভার আগে রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণে বিধায়কেরা পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগ দেওয়ায় ওই তিন কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। অন্যদিকে মানিকতলা কেন্দ্রের বিধায়ক সাধন পাণ্ডে মৃত্যু হওয়ায় নতুন বিধায়কের জন্যে এই কেন্দ্রে উপনির্বাচন হয়েছে।
ভোটের পর থেকেই জয় নিয়ে আশাবাদী দিল তৃণমূল (TMC)। লোকসভা ভোটের তুলনায় বিধানসভা উপনির্বাচনে আরও ভালো ফল করবে বলে আশা করেছিল শাসক দল। শনিবার ভোট গণনার শুরু থেকেই চার কেন্দ্রে বিরোধীদের পিছনে ফেলে অনেকটা এগিয়ে গিয়েছে মমতার দল। অন্যদিকে বিজেপির অভিযোগ, উপনির্বাচনে 'ছাপ্পা ভোট' এবং 'ভোট লুট' করে আসন দখল করতে পারে শাসক দল।
চার কেন্দ্রের প্রার্থী...
রায়গঞ্জঃ
তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। বিজেপি প্রার্থী মানসকুমার ঘোষ। কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত।
বাগদাঃ
তৃণমূল প্রার্থী করেছে মতুয়া ঠাকুরবাড়ির কন্যা মধুপর্ণা ঠাকুরকে। বিজেপি প্রার্থী মাতুয়া সম্প্রদায়ের নেতা বিনয়কুমার বিশ্বাস। বামেদের তরফে প্রার্থী দিয়েছে ফরোয়ার্ড ব্লক। দাঁড়িয়েছেন গৌরবাদিত্য বিশ্বাস।
রানাঘাট দক্ষিনঃ
তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারী। বিজেপি প্রার্থী করেছে মনোজকুমার বিশ্বাসকে। সিপিএম প্রার্থী অরিন্দম বিশ্বাস।
মানিকতলাঃ
তৃণমূলের টিকিটে লড়েছেন অধুনা প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। বিজেপি প্রার্থী কল্যান চৌবে। আর সিপিএম প্রার্থী করেছে রাজীব মজুমদারকে।