কলকাতার ঐতিহ্যবাহী কফি হাউস বন্ধ (Photo: ANI)

কলকাতা, ২১ মার্চ: ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে পশ্চিমবঙ্গের সব রেস্তরাঁ (restaurants), বার (bars), হুক্কাবার পাব, নাইটক্লাব, বিনোদন পার্ক। বন্ধ থাকবে রাজ্যর সব চিড়িয়াখানা ও জাদুঘর। আজ নির্দেশিকা জারি করে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর। ইতিমধ্যেই বন্ধ লেক মলসহ কলকাতার একাধিক শপিং মল। বন্ধ করে দেওয়া হয়েছে কলকাতার ঐতিহ্যবাহী কফি হাউস (Coffee House)।

করোনাভাইরাসের বিরুদ্ধে সচেতনতামূলক পদক্ষেপ হিসেবে আগেই স্থগিত করা হয়েছিল সিবিএসই ও আইসিএসই বোর্ডের পরীক্ষা। করোনা সতর্কতা হিসেবে এবার পিছিয়ে দেওয়া হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত উচ্চ মাধ্যমিক স্থগিত রাখার সিদ্ধান্ত জানানো হয়েছে। আরও পড়ুন: Clash Between Inmates And Jail Officials At Dum Dum Central Jail: বন্দী-কারারক্ষী সংঘর্ষে রণক্ষেত্র দমদম সেন্ট্রাল জেল

আগামী ২৩ ও ২৫ তারিখ ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। করোনাভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় এবং ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে পরীক্ষা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার পরবর্তী সূচি ১৫ এপ্রিলের পর জানানো হবে। করোনাভাইরাসের কারণে সতর্কতা হিসেবে আগেই ১৫ মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়।

এদিকে আজই আরও এক করোনাভাইরাসে আক্রান্তের হদিশ মিলেছে রাজ্যে। কোভিড-১৯-এ আক্রান্ত যুবতি উত্তর ২৪ পরগনার হাবড়ার বাসিন্দা। কয়েকি দিন আগেই তিনি ফিরেছেন স্কটল্যান্ড থেকে। শুক্রবার রাতে তাঁর শরীরে করোনাভাইরাসের উপস্থিতির প্রমাণ মেলে। বর্তমানে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।