অপারেশন সিন্দুর নিয়ে ভারতের কূটনৈতিক প্রচারের অঙ্গ হিসেবে প্রথম সর্বদলীয় প্রতিনিধি দল (All-party delegation for India) আজ চার দেশ সফরে রওনা দেবে। পহেলগামে সন্ত্রাসী হামলা ও অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর পাকিস্তানকে আন্তর্জাতিক মঞ্চে কূটনৈতিকভাবে কোণঠাসা করতে তৎপর ভারত সরকার। পাকিস্তানের মদতেই যে সন্ত্রাসবাদ অনেক বেশি পরিপুষ্ট, এই বার্তা জোরালোভাবে দিতে দেশে দেশে সর্বদলীয় প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। বিশ্বমঞ্চে পাকিস্তানের মুখোশ খুলতে কেন্দ্রীয় দলে রয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (AITC National General Secretary Abhishek Banerjee)। আজ সকালে দমদম বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তিনি।
#WATCH | West Bengal: AITC National General Secretary & party's MP Abhishek Banerjee leaves for Delhi from Kolkata airport.
Abhishek Banerjee will represent Trinamool Congress in the all-party delegation for India's global outreach against terrorism. pic.twitter.com/jajLioNdIN
— ANI (@ANI) May 21, 2025
শনিবার রাতে কিরেণ রিজিজু ফোনে ইউসুফ পাঠানকে কেন্দ্রীয় প্রতিনিধি দলের বিদেশ সফরের বিষয়টি জানান। দিনক্ষণ জানিয়ে তৃণমূল সাংসদের কাছ থেকে পাসপোর্ট নম্বর-সহ নানা প্রয়োজনীয় তথ্যও নেন রিজিজু।কিন্তু পরদিনই তৃণমূলের তরফে ইউসুফের ওই প্রতিনিধি দলের সঙ্গে সফরের বিষয়টি নাকচ করে দেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তৃণমূল কংগ্রেস সুপ্রিমোকে ফোন করেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তারপরই দলের তরফ থেকে প্রতিনিধি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (MP Abhishek Banerjee) নাম প্রস্তাব করেন মমতা। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় "আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় প্রতিনিধিদলের জন্য তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মনোনীত করেছেন।"