আনোয়ার পাশা (Picture Source: Twitter)

কলকাতা, ২৩ নভেম্বর: আজই তৃণমূলের (TMC) সাংবাদিক বৈঠকে যোগ দিলেন হায়দরাবাদ সৈয়দ আসাউদ্দিন ওয়েসির দল মিমের (AIMIM) প্রধানমুখ আনোয়ার পাশা (Anwar Pasha)। 'বিভিন্ন জেলা থেকে তৃণমূলে যোগ দিচ্ছেন মিমের সদস্যরা,' বলে জানালেন তৃণমূল নেতা ব্রাত্য বসু। বিহার নির্বাচনে পাঁচটি আসন দখল করে মিম। তাই রাজ্যে তৃণমূলের সংখ্যালঘু ভোট ভিত্তিতে মিম থাবা বসালে রাজ্যের আসন্ন নির্বাচনে শাসক দলকে সমস্যার মুখে পড়তে হতে পারে।

তৃণমূলে যোগ দিয়ে সাংবাদিক বৈঠকে আনোয়ার পাশা বলেছেন, ‘সব ধর্মের সহাবস্থান বাংলায়। তাতে বিভাজনের চেষ্টা হচ্ছে। ভোট ভেঙে বিহারে ক্ষমতায় এসেছে গেরুয়া শক্তি । বিহারে যা হয়েছে বাংলায় তা হতে দেওয়া যাবে না। গেরুয়া শক্তিকে রুখতে মমতার হাত শক্ত করুন।’ আরও পড়ুন, বাঁকুড়া কর্মসূচিতে গিয়ে 'দুয়ারে-দুয়ারে সরকার', 'কর্মই ধর্ম' নতুন প্রকল্প ও বীরসা মুণ্ডার জন্মদিনে রাজ্যে ছুটি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

সামনে একুশে ভোটের আগে এবার বাংলাতেও শক্তিবৃদ্ধির চেষ্টা করছে মিম। বিহারের পর বাংলায় তাদের আসন বৃদ্ধি লক্ষ্য বলে জানিয়েছিলেন ওয়েসি নিজেই। বিজেপি যেভাবে রাজ্যে কর্মসূচি চালাচ্ছে তাতে এমনিতেই তৃণমূল। এরই মধ্যে মিম থাবা বসালে অনেক ভোটই কাটা যাবে তাদের। তাই তৃণমূল মিমের বিরুদ্ধে আক্রমণ জোরাল করেছে। এই পরিস্থিতিতে এ রাজ্যে মিমের অন্যতম শীর্ষ নেতার তৃণমূলে যোগদান তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।