Sealdah-Ranaghat AC Local Train. (Photo Credits: X)

AC Local Train Sealdah Ranaghat: মুম্বই, চেন্নাইয়ের পর এবার কলকাতায় শুরু হল শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন। আজ, রবিবার ১১ অগাস্ট থেকে বাংলার প্রথম এসি লোকাল ট্রেন পরিষেবা চালু হল শিয়ালদহ মেইন লাইনে। শিয়ালদহ ও রানাঘাটে অফিস টাইমে সারাদিনে দুটি এসি লোকাল ট্রেন চলবে। রানাঘাট স্টেশন থেকে সকাল ৮টা ২৯ মিনিটে ছাড়বে এই এসি লোকাল ট্রেনটি। সেটি শিয়ালদহে আসবে সকাল ১০টা ১০ মিনিটে। আবার এই AC ট্রেনটি সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে শিয়ালদহ স্টেশন থেকে ছাড়বে, আর সেটি রানাঘাট পৌঁছবে রাত ৮টা ৩২ মিনিটে। গতকাল, শনিবার দুই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর ট্রেনটির উদ্বোধন করেন।

ভাড়া কত হচ্ছে, সময় কত নেবে

টিকিটের দাম রাখা হয়েছে ৩৫ টাকা থেকে ১২০ টাকা। মাসিক পাশের (Monthly)-এর দাম ৬২০ টাকা থেকে ২ হাজার ৪৩০ টাকা। শিয়ালদহ থেকে রানাঘাটের মধ্যে ৭৬ কিলোমিটার পথ প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিটে শেষ করবে এই এসি লোকাল ট্রেনটি। দাঁড়াবে কিছু নির্দিষ্ট স্টেশন।

শুরু হল এসি লোকালের পথ চলা

কোন কোন স্টেশনে এই এসি লোকাল ট্রেনটি থামবে

যেসব স্টেশনে এই AC লোকালটি থামবে সেগুলি হল- বিধাননগর, দমদম, সোদপুর, খড়দহ, বারাকপুর, নৈহাটি, কাঁচরপাড়া, কল্যাণী ও চাকদহ।