building collapsed at Ahiritola Street in Kolkata (Photo: ANI)

কলকাতা, ২৯ সেপ্টেম্বর: রাত থেকে টানা বৃষ্টির (Rain) জেরে উত্তর কলকাতার আহিরিটোলা স্ট্রিটের (Ahiritola Street) একটি পুরনো বাড়ির একাংশ ভেঙে (Building Collapsed) পড়ল। চাপা পড়ে এক মহিলা ও এক শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, দোতালা বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আজ সকালে। ধ্বংসস্তূপের তলায় এক শিশুকন্যা-সহ ৯ জন আটকে পড়ে। খবর পেয়ে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা দল উদ্ধারকাজে নামে। কয়েক ঘণ্টার চেষ্টায় ধ্বংসস্তূপের ভিতর থেকে সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও হাসপাতালে এক মহিলা ও এক শিশুর মৃত্যু হয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন তৃণমূল নেত্রী শশী পাঁজা, দমকল মন্ত্রী সুজিত বসু ও কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র।

পুলিশ জানিয়েছে, বাড়িটি এমনিতেই জরাজীর্ণ ছিল। গতকাল রাত থেকে লাগাতার বৃষ্টির জেরে সকালে একটি অংশ ভেঙে পড়ে। প্রথমে স্থানীয়রা উদ্ধারকার্যে হাত লাগান। আরও পড়ুন: Karnataka: করোনার গ্রাসে বেঙ্গালুরুর আবাসিক স্কুলের ৬০ ছাত্রী, চিন্তায় প্রশাসন

৯ নম্বর আহিরিটোলা স্ট্রিটের এই দোতলা বাড়িটিকে পৌরসভার তরফে আগেই বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছিল।