Karnataka: করোনার গ্রাসে বেঙ্গালুরুর আবাসিক স্কুলের ৬০ ছাত্রী, চিন্তায় প্রশাসন
Students | Representational Image | (Photo Credits: PTI)

বেঙ্গালুরু, ২৯ সেপ্টেম্বর: কোভিড বিধি বজায় রেখে প্রাথমিক বিদ্যালয় খোলার তোরজোর শুরু করেছিলেন কর্ণাটকের (Karnataka) বাসবরাজ বোম্মাইয়ের (Basavraj Bommai) সরকার৷ তবে তার আগেই বড়সড় বিপত্তি৷ একই স্কুলের ৬০ জন ছাত্রী করোনায় আক্রান্ত (COVID-19) হওয়ার খবর মিলেছে৷ এদের মধ্যে ২ জনের শরীরে মারণ রোগের উপসর্গ থাকলেও বাকিরা উপসর্গহীন৷ ঘটনাস্থল সেই রাজ্যের শ্রীচৈতন্য আবাসিক বালিকা বিদ্যালয় (Bengaluru residential School)৷ একসঙ্গে এতগুলো ছাত্রী করোনা আক্রান্ত হওয়ার খবর মিলতেই তড়িঘড়ি স্কুলটি সিল করে দিয়েছে জেলা প্রশাসন৷ গোটা ঘটনা চিন্তার মুকে পড়েছে কর্ণাটকের স্বাস্থ্য ও শিক্ষা দপ্তর৷

এই প্রসঙ্গে বেঙ্গালুরু শহর জেলা কমিশনার জে মঞ্জুনাথ বলেন, “গত ২৬ সেপ্টেম্বর পড়ুয়ারদের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে৷ আবাসিক স্কুলটির এক পড়ুয়া বেল্লারির বাসিন্দা৷ তার শরীরে করোনা সংক্রান্ত উপসর্গ দেখা দেওয়ায়, মোট ৪৬০ জন পড়ুয়ার কোভিড টেস্ট করোনা হয়৷” আরও পড়ুন-Karnataka CM Basavaraj Bommai: ধর্মান্তরণ বিরোধী আইন এবার কর্ণাটকে, কী বললেন মুখ্যমন্ত্রী?

আবাসিক স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রীরা করোনায় আক্রান্ত হয়েছে৷ ৬০ জন আক্রান্ত ছাত্রীর মধ্যে ৪৬ জন কর্ণাটকের বিভিন্ন জেলার বাসিন্দা৷ বাকি ১৪ জন তামিলনাড়ু থেকে এই স্কুলে পড়তে এসেছে৷ এই আবাসিক স্কুলে ২২ জন শিক্ষক ছাড়াও রয়েছেন ৫৭ জন অশিক্ষক কর্মী৷