West Bengal 10th, 12th Board Exam: জুনে হচ্ছে না মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা
ছবি ট্যুইটার

কলকাতা, ১৫ মে: মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক (West Bengal Board Exam) পরীক্ষা জুন মাসে হবে না। চলতি মরশুমের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে, সে বিষয়ে মধ্যশিক্ষা পর্যদের তরফে বিজ্ঞপ্তি জারি করে সবকিছু জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এদিকে করোনার (Corona) প্রকোপ ক্রমশ বাড়ছে। তার জেরেই আগামী ২ সপ্তাহের জন্য গোটা রাজ্য জুড়ে লকডাউন (Lockdown) ঘোষণা করা হয়েছে। দোকান, বাজার সব বন্ধ থাকবে। তবে ওষুধ, মুদির মতো জরুরি পরিষেবার ক্ষেত্রে দেওয়া হয়েছে ছাড়।

আরও পড়ুন: Arvind Kejriwal: অক্সিজেন কনসেনট্রেটর ব্যাঙ্ক দিল্লিতে, বড় পদক্ষেপ কেজরির

পাশপাশি ট্রেন, বাস, মেট্রো-সহ সমস্ত গণপরিবহনও বন্ধ থাকবে বলে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে। রাজ্যের মধ্যে বন্ধ থাকবে ট্রাক চলাচলও। তবে মিলবে হোম ডেলিভারি। শনিবার এক সাংবাদিক বৈঠকে এমনই জানান রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।