প্রতীকী ছবি (ছবিঃX)

কলকাতাঃ ছুটির সকাল থেকেই আকাশের (Sky) মুখ ভাড় জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি রবিবার থেকে আগামী ২৪ ঘণ্টায় ব্যাপক ঝড়বৃষ্টির পূর্বাভাস(West Bengal Weather) গাঙ্গেয় পশ্চিমবঙ্গ (West Bengal) ও বাংলাদেশ (Bangladesh) সংলগ্ন অঞ্চলে তৈরি ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই পরিণত হয়েছে নিম্নচাপে তার জেরেই এই দুর্যোগের সম্ভাবনা এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে সেটি অবশ্য উত্তর-পশ্চিম দিকে ঝাড়খণ্ড অভিমুখে এগোতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস ঘূর্ণাবর্ত দুর্বল হলেও বাংলাজুড়ে র্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে রবিবার মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ বাংলার ১১ টি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে  দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।আজ, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। এই নিম্নচাপের জেরে সামনের সপ্তাহজুড়েও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। 

ছুটির দিনভর দুর্যোগের ঘনঘটা, বৃষ্টিতে ভাসবে ১১ জেলা, মৎস্যজীবীদের জন্য জারি সতর্কতা