কলকাতায় শীতের আমেজ (Photo Credits: Puja Mandal)

কলকাতা, ২৯ নভেম্বর: রাজ্যে ২ ডিগ্রি নামল তাপমাত্রার পারদ। বুধবার থেকে রাজ্যে জাঁকিয়ে শীত (Winter 2020) পড়ার সম্ভাবনা। আজ শহরের সর্বনিম্ম তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ২৯. ৫ ডিগ্রি। আগামী কয়েকদিন শহরে শীতের অনুভূতি থাকবে বলে। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৯.২ ডিগ্রিতে। এছাড়াও উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরে সর্ব নিম্ন তাপমাত্রা আলিপুর আবহাওয়া দপ্তরের (IMD) পূর্ভাবাস, আগামী ৪৮ ঘণ্টায় পারদ আরও নামবে। কয়েকটি জেলায় পারদ নামবে ১৫ ডিগ্রির নিচে।

হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে আরও একটি নিম্নচাপ। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। বুধবার নাগাদ এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে তামিলনাডু ও পুদুচেরি উপকূলে পৌঁছবে। আরও পড়ুন: Kolkata: রিকশায় ওড়না জড়িয়ে বাঁশদ্রোণীতে মৃত্যু মহিলার

কয়েকদিন আগে পর্যন্ত রাজ্যের দুই প্রতিবেশী এলাকার আকাশে ঘূর্ণাবর্তের খবর মিলেছিল। তবে তারা আপাতত কোনও প্রভাব দেখাবে না বলে খবর। রাজ্যে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই বলে খবর।