Weather Update: আজ থেকে রবিবার পর্যন্ত কলকাত সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
আজও বৃষ্টি ভিজবে কলকাতা (Photo Credits: PTI)

কলকাতা, ৩ মে: আজও দক্ষিণবঙ্গে কালবৈশাখী (Kalbaishakhi) তাণ্ডব চালাতে পারে। কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১ জুন কেরলে বর্ষা ঢুকেছে। বাংলায় কবে আসবে বর্ষা? এ ব্য়াপারে দিনক্ষণ আগাম না জানালেও আগামী কয়েকদিনে কলকাতা-সহ রাজ্য়ের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট বজায় থাকবে।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকে রবিবার পর্যন্ত বাংলার বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

আরও পড়ুন: Cyclone Nisarga: মহারাষ্ট্র উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় নিসর্গ, গতিবেগ ঘণ্টায় ১১০ কিমি

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়-বৃষ্টি হতে পারে। বুধবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্য়ুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি।