West Bengal: বৃষ্টি আরও ২ দিন, বাড়ছে নদীর জলস্তর, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা
ছবি স্কাইমেট থেকে নেওয়া

কলকাতা, ১৭ জুন: ভারী থেকে অত্যধিক ভারী বৃষ্টিতে ভাসবে গোটা বাংলা৷ ১৭ থেকে ১৯ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির (Heavy Rainfall) সতর্কতা জারি করা হয়েছে৷ ফলে রাজ্যের (West Bengal) বিভিন্ন এলাকার নদীর জলস্তর যেমন বাড়বে, তেমনি নীচু এলাকায় জল জমে যাবে বলে জারি করা হয়েছে সতর্কতা৷

বুধবার থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে৷ আষাঢ়ের প্রথম দিনেই ভাসতে শুরু করে কলকাতা(Kolkata) সহ গোটা রাজ্য৷ বুধবারের মতো বৃহস্পতিবারও অব্যাহত বৃষ্টির রেশ৷ যার জেরে গন্ধেশরী, দারকেশ্বর, কংসাবতী সহ একাধিক নদীর জলস্তর বাড়তে শুরু করেছে৷ বাঁকুড়ার একাধিক নদীর পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে৷

আরও পড়ুন:  Lisa Haydon: তৃতীয় সন্তানের মা হচ্ছেন লিজা হেডেন, দেখুন অভিনেত্রীর 'বেবি শাওয়ারের' ছবি

কলকাতায়ও এক নাগাড়ে বৃষ্টির জেরে শহরের বিভিন্ন অঞ্চলে জল জমতে শুরু করেছে৷