Weather Update: আগামীকাল থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গের বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি
বৃষ্টি ফাইল ফোটো (Photo Credits: IANS)

কলকাতা, ২৪ জুন: আগামীকাল থেকে উত্তরবঙ্গে (North Bengal) ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস (Regional Meteorological Centre)। ২৫ থেকে ২৭ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। অতিরিক্ত আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা হলো ৩৩ ডিগ্রি সেলসিয়াাস। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯২ শতাংশ। হতে পারে বৃষ্টি। আকাশ প্রধানত মেঘলা থাকবে। আর্দ্রতা থাকার কারণে বাড়বে অস্বস্তি।

পঞ্জাব থেকে বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। বুধবারের পর অক্ষরেখার পূর্বের অংশ উত্তর দিকে সরবে। উত্তর ওড়িশায় ঘূর্ণাবর্ত। এটি উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর প্রভাবে পূবালী হাওয়ায় প্রচুর জলীয়বাষ্প ঢুকবে রাজ্যে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার। কোচবিহার, এই পাঁচ জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। উত্তরবঙ্গের বাকি তিন জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। আরও পড়ুন: Kolkata: রাতের কলকাতায় অর্ধনগ্ন মদ্যপ তরুণীর ঘোরাঘুরি, ঘুম ছুটল পুলিশের

দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কম থাকবে। শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের আশঙ্কা। সপ্তাহান্তে বৃষ্টি বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান শহরের জেলাগুলিতে দু-এক পশলা বৃষ্টি হতে পারে সপ্তাহান্তে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।