কলকাতা, ১ ফেব্রুয়ারি: এবার সরস্বতী পুজোয় বৃষ্টির ভ্রুকুটি। শনিবার বসন্ত পঞ্চমী কিন্তু তার আগে থেকেই বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের বেশ কিছু অঞ্চল। সরস্বতী পুজোয় রাজ্যের প্রায় সব জায়গাতেই বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা আবহাওয়া দফতরের। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়ে বৃষ্টি হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হলেও, শনিবার বর্ষার গতিবেগ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় এবার শিলাবৃষ্টিও হতে পারে বলে আশঙ্কা আলিপুর আবহাওয়া দফতরের।
আরও পড়ুন: Jammu And Kashmir: নামাজের পর কাশ্মীর পুলিশের এএসআইকে লক্ষ্য করে গুলি, উত্তপ্ত উপত্যকা
সরস্বতী পুজোর পর থেকে বৃষ্টির রেশ কমলেও রাজ্যে ফের শীত ফেরার সম্ভাবনা বেশ কম। শনিবারের পর থেকে রাজ্যজুড়ে কনকনে ঠাণ্ডা আর পড়বে না বলেই মনে করা হচ্ছে আবহাওয়া দফতরের তরফে।