Weather Update: গভীর নিন্মচাপের প্রভাব, দক্ষিণবঙ্গ জুড়ে এক নাগাড়ে বৃষ্টি, ঝোড়ো হাওয়া
Rainfall (Photo Credits: PTI)

কলকাতা, ১৯ অগাস্ট: ক্রমাগত গভীর হচ্ছে নিম্নচাপ। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে শুক্রবার বিকেল থেকে শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিবিন্ন জায়গায় এক নাগাড়ে বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে বইবে ঝোড়ে হাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগোতে শুরু করেছে। ফলে শুক্রবার সন্ধ্যায় সাগর এবং বালাসোরের মধ্যে দিয়ে নিম্নচাপটি পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল পার করবে। স্থলভাগে আছড়ে পড়ার পর নিম্নচাপটির শক্তি ক্রমশ ক্ষয় হতে শুরু করবে বলে জানা যাচ্ছে।

গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ-সহ উপকূল এলাকায় এক নাগাড়ে বৃষ্টি হলেও, কলকাতা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে অতি গভীর নিম্নচাপের জেরে কলকাতায় তেমন কোনও দুর্যোগ হবে না বলই জানানো হয়েছে। উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীরা যাতে কোনওভাবে সমুদ্রে না যান, সে বিষয়ে ,সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন:  Tamil Nadu: সন্দেহের বশে ঘুমন্ত স্বামীর যৌনাঙ্গে ফুটন্ত গরম জল ঢেলে দিলেন স্ত্রী, নৃশংস কীর্তি

শুক্রবার এবং শনিবার সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টির পর ২০ অগাস্ট বিকেলে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস।