WB Weather Forecast. (Photo Credit:X)

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, পূর্ব ঝাড়খণ্ডের উপরে একটি উচ্চচাপ যুক্ত ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি পূর্ব ঝাড়খণ্ড থেকে পূর্ব বিহার পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে বাংলার উপরে। এই দুইয়ের মিলিত প্রভাবে রাজ্যের উত্তর ও দক্ষিণ দুই অংশেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবুও দেখা নেই বৃষ্টির। অস্বস্তিকর আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহর ও শহরতলি। আলিপুর আবহাওয়া দফতর অবশ্য জানিয়েছে, উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গেও।

পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে বৃষ্টি হচ্ছে না। উল্টে বাড়ছে গরমের অস্বস্তি। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘণ্টায় পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরের দু’একটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এছাড়া আগামীকালও  কলকাতাসহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আগামীকাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি।আজ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলাও প্রবল বৃষ্টির কবলে পড়তে পারে।

শনিবার উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমবে, তবে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি চলবে।রবিবার ও সোমবার: হালকা বৃষ্টি হতে পারে, তবে আপাতত কোনও সতর্কতা জারি থাকবে না।