WB Weather (Photo Credit: X@airnews_kolkata)

পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলের ওপর তৈরি হওয়া নিম্নচাপ এলাকাটি আগামী ২৪ ঘন্টায় ক্রমশ উত্তর , উত্তর পশ্চিমে মায়ানমার- বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হবে । এই কারণে মৎস্যজীবীদের উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ বাংলাদেশ উপকূলের দিকে যেতে নিষেধ করা হয়েছে। তবে এর কোন সরাসরি প্রভাব এখনই এ রাজ্যে পড়ার সম্ভাবনা নেই।

গতকাল উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কম ছিল। সকালের দিকে দার্জিলিংয়ের বেশ কিছু জায়গায় কুয়াশা দেখা যায়। আলিপুরদুয়ারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের শ্রীনিকেতন এবং সিউড়িতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় কুড়ি ডিগ্রি সেলসিয়াস। আগামী দু এক দিনে উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমলেও দক্ষিণবঙ্গে একই রকম থাকার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। তাঁরা জানিয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে মোটের ওপর এখন আবহাওয়া থাকবে শুষ্ক। তবে বুধবার এবং বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে অবশ্য কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী দুই থেকে তিন দিনে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

মঙ্গলবার সকালে পারদ সামান্য নেমেছে। মৃদু ঠান্ডাও অনুভূত হয়েছে। এদিন ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি কম। যদিও উত্তর বা দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিনে তাপমাত্রার আর খুব বেশি হেরফের হবে না বলে মনে করা হচ্ছে। এদিকে, নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে বঙ্গোপসাগরের উপর। সেই নিম্নচাপের প্রভাবে ৫ নভেম্বর পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। ফলে ৫ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।