Winter In West Bengal: বিদায় বেলায় শীতের কামড়, আসছে বছর আবার হবে
Winter (Photo Credits: PTI)

কলকাতা, ৮ ফেব্রুয়ারি: সরস্বতী পুজোর পরে নিয়ম আবহাওয়ার পূর্বাভাস মেনে বৃষ্টি বিদায় নিলেও শীত ( Winter) এখন পড়ন্ত বেলায়। কথায় আছে না, “মাঘের শীত বাঘের গায়।” তাই তো বিদায় বেলায়ও দাঁত বসাতে ছাড়ছে না ঠান্ডা। মঙ্গলবার সকালেও শহরজুড়ে কুয়াশার দাপট। আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, বেলা বাড়লেই ঝকঝকে রোদ্দুর উঠবে। তবে সকালের দিকে কলকাতা ও লাগোয়া এলাকায় কুয়াশার আধিপত্য থাকবে। শীতও অনুভূত হবে। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাই শেষবেলায় কনকনে ঠান্ডার একটা আভাস থাকছে। আরও পড়ুন- Happy Propose Day 2022 Wishes: বলেই দিন মনের কথা, প্রোপোজ ডে’তে প্রিয়জনকে শেয়ার করুন এই শুভেচ্ছা

তবে শীত থাকলেও তার উপস্থিতির সময় যে কমছে আসছে, তাতে কোনও সন্দেহের অবকাশ নেই। এদিকে গোটা শীতকাল জুড়ে বঙ্গে রাজ করল পশ্চিমী ঝঞ্ঝা। তার প্রভাবে পৌষের শীত থেকে বাঙালি বঞ্চিত হয়েছে। এমনকী, মাঘ মাসে বৃষ্টির প্রকোপে দিশেহারা ভাব এখনও স্পষ্ট। অসময়ের বর্ষায় ধান থেকে মরশুমি সবজি চাস সবই পড়েছে ক্ষতির মুখে।